জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় ৭ মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ তাদের হাজির করা হয়েছে। এরমধ্যে রয়েছেন সাবেক ১০ মন্ত্রী ও দুই উপদেষ্টাসহ অন্যান্যরা।
বুধবার সকালে ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ সাবেক ১০ জন মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী ছাড়াও সচিব ও সাবেক সংসদ সদস্যসহ ৪৫ জন।