হোম > আইন-আদালত

ট্রাইব্যুনালে অভিযোগ: কী বলেছিলেন ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য মোহিতুল হক এনাম চৌধুরীর একক ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

অভিযোগে বলা হয়, তিনটি কারণে ফজলুর রহমান আদালত অবমাননা করেছেন— ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করা, আদালতের নিরপেক্ষতায় প্রভাব ফেলে এমন “অভ্যন্তরীণ ব্যবস্থার” অভিযোগ তোলা এবং প্রসিকিউশন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা।

শুনানিতে চ্যানেল ২৪-এর টকশো ‘মুক্তবাক: রাজনীতির তর্ক-বিতর্ক’ থেকে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে ফজলুর রহমান বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না। তখন উপস্থাপক বলেন, মিডিয়া কি জানতে পারেনি? জবাবে ফজলুর রহমান বলেন, সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শোনেন। ইউটিউবে বলেছি, টকশোতে বলছি। প্রতিদিন বলছি, এই কোর্টের বিচার আমি মানি না।

প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম ট্রাইব্যুনালকে বলেন, ট্রাইব্যুনাল আইন না বুঝেই ফজলুর রহমান এসব মন্তব্য করেছেন। তিনি বিএনপির একজন রাজনৈতিক উপদেষ্টা, দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে মন্তব্য করার কারণে বাংলাদশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তার পদ স্থগিত করা হয়েছে।

পরে তামীম ট্রাইব্যুনালকে বলেন, ফজলুর রহমান বলেছেন যে তিনি ট্রাইব্যুনালকে মানেন না, কারণ এটি ১৯৭১ সালের রাজাকারদের বিচার করার জন্য গঠন করা হয়েছিল।

এর জবাবে বিচারক মো. মুহিতুল হক আনাম চৌধুরী বলেন, ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সালে প্রণীত হয়েছে এবং এর আগে ও পরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এ আইনের আওতায় করা যায়। ট্রাইব্যুনাল আরো বলেন, ‘প্রসিকিউশন ট্রাইব্যুনালের একীভূত অংশ।’

ভিডিও ফুটেজ পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল অভিযোগগুলোকে গুরুতর হিসেবে আখ্যায়িত করেন এবং আগামী রোববার এই বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় কাল

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সোহান হত্যার মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

ধর্ম নিয়ে কটূক্তি: মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান-পরিচালকসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর

হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ

সাবেক মেয়র তাপস ও তার সন্তানদের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ