শহীদ শরিফ ওসমান বিন হাদিসহ সারা দেশে চলমান টার্গেট কিলিংয়ের প্রতিবাদ এবং এসব হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নবনির্বাচিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসানও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, সারা দেশে যে বিচারবহির্ভূত হত্যা ও টার্গেট কিলিং হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সরকারের কাছে এসব হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানাই।
সংগঠনের সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, ৫ আগস্ট বা তার পূর্ববর্তী সময়ে আওয়ামী সরকার আমলে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার চেয়েও এখন বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। কিন্তু দুঃখজনকভাবে এসব ঘটনার কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর, বাউলদের ওপর হামলা এবং হাদি ভাইয়ের মতো ব্যক্তিদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এসব ঘটনার বিচার না হওয়ায় আমাদের প্রশ্ন—এই সরকার কি তাহলে এসব ঘটনার নীরব সমর্থন দিচ্ছে?
মানববন্ধনে বক্তব্য রাখেন জকসুর নবনির্বাচিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসান। তিনি বলেন, আমরা সবাই হাদি ভাইয়ের আদর্শ ধারণ করতে চাই। কিন্তু হাদি হতে গিয়ে রিকশায় গুলি খেয়ে মরতে হবে—এই অনিশ্চয়তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের কাছে আমাদের দাবি, হাদি ভাইসহ সব হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং যারা এই আদর্শ ধারণ করতে চায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে অবিলম্বে টার্গেট কিলিং বন্ধ, দোষীদের গ্রেপ্তার এবং মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার নিশ্চিত করার জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।