ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ভোর থেকে শাহবাগ এলাকায় জড়ো হয় হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। পরে শাহবাগ মোড়েই জুমার নামাজ আদায় করেন তারা। এরপর বিক্ষোভকারীরা ‘ভারতীয় পণ্য বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদীর শাহাদাতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা ‘সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ’ ও ‘ভারতীয় আধিপত্যবাদ’ উচ্ছেদের আহ্বান জানান।
তিনি বলেন, বিচার নিশ্চিত ও আধিপত্যবাদী রাজনীতির অবসান না হওয়া পর্যন্ত দেশের ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন জারি রাখতে হবে।
এদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম এক বার্তায় বলেন, শহীদ হাদী ভাই সহিংসতার মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চাননি। তার আদর্শ ছিল মেধা-মনন ও জ্ঞান দিয়ে এই শক্তির বিরুদ্ধে লড়াই করা।
তিনি আরও বলেন, সাময়িক উত্তেজনা বা সহিংসতার মাধ্যমে শহীদ হাদীর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়; বরং হঠকারী কর্মকাণ্ড আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি বা ফাঁদে পা না দিয়ে শহীদ হাদীর আদর্শ বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।