হোম > শিক্ষা

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, জবি

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার রাতে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের খুনিরা আমার ভাইকে খুন করেছে। আমরা আাশা করেছিলাম ৫ আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাঁদাবাজির রাজনীতি চালু করেছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন সাদাত, মাদকসেবনকে কেন্দ্র করে একজনকে খুনের স্বীকার হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এ খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে। তারা তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে নিহত হতে হলো। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে। আমরা চাইনা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এ রকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।

এর আগে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শিক্ষক প্রশিক্ষণ

মাদরাসায় পাঠ্যবই বিতরণে জরুরি নির্দেশনা

স্কুলে ভর্তির লটারির ফল যেভাবে জানবেন

বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে

জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল

ঢাকা কলেজের সকল রুটে আজ থেকে বাস বন্ধ

ভাইকে তো পাব না, অন্তত বিচার যদি পাই: বিশ্বজিতের ভাই

৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে বড় পরিবর্তন

কর্মস্থলে উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন–ভাতা তুলতে পারবেন না প্রাথমিকে কর্মরতরা