হোম > শিক্ষা

জকসুর ভোটার তালিকা প্রকাশ

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন।

বৃহস্পতিবার জকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। সর্বাধিক ভোটার রয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে (৯৭০ জন) এবং সর্বনিম্ন ভোটার রয়েছে ভাস্কর্য বিভাগে (৭৫ জন)।

বিভাগভিত্তিক ভোটার তালিকায় দেখা যায়, হিসাববিজ্ঞান বিভাগে ৯৬১ জন, বাংলা বিভাগে ৪৭৪ জন, রসায়নে ৫৫২ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-তে ৩৪৬ জন, অর্থনীতিতে ৪২৪ জন, ইংরেজিতে ৪৯৭ জন, ইতিহাসে ৪৮৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৪০৪ জন, আইন বিভাগে ৫৮৫ জন, সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন এবং ফাইন্যান্স বিভাগে ৬১৬ জন ভোটার রয়েছেন।

ইনস্টিটিউটগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সংখ্যা ৩৩৩ জন এবং আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে ২৪৩ জন।

এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন, সংগীতে ২৩৬ জন, নাট্যকলায় ১৭৮ জন, ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ে ১১৯ জন এবং প্রিন্ট মেকিং বিভাগে ১০৪ জন ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, খসড়া তালিকা বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও পাঠানো হয়েছে। তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে তা গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত। আপত্তি যাচাই-বাছাই শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এদিকে খসড়া ভোটার তালিকায় অনেক বিভাগেই স্নাতকোত্তর শ্রেণির কিছু শিক্ষার্থীর নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভাগ ও কমিশনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যা হয়েছে। আগামী রোববারের মধ্যে তা সংশোধন করা হবে বলে কমিশন জানিয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আগামী ২২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে ব্যতিক্রমী প্রতিবাদ

ববি মার্কেটিং প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল কবে, জানা গেল

ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামাতে কাজ করছে ইউজিসি

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ সেমিনার

ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্বে দুই ছাত্র নেতা, সমালোচনার ঝড়

বেরোবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপককে অব্যাহতি

শিবিরকে সুবিধা দিতেই জকসু নির্বাচন পেছানো হয়েছে

পাঠ্যপুস্তক বিতর্কের মধ্যে রেখেই আজ বিদায় নিচ্ছেন এনসিটিবি চেয়ারম্যান

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট