বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল প্রত্যাখ্যান ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন। শিক্ষার্থীরা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচনের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, আমাদের উপাচার্য মহোদয় ঘোষণা দিয়েছিলেন যে, দেশে বিগত যেগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে তারপর এখন যেটি প্রথম হবে সেটি হবে ব্রাকসু। কিন্তু ঘোষণার পরও প্রশাসনের দীর্ঘসূত্রিতার কারনে শিক্ষার্থীরা গতকাল (১৮ নভেম্বর) কালকেই তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি পালন করেছিলো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত আনুমানিক সাড়ে নয়টায় নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয় ১৭ ডিসেম্বর থেকে। এরও আগে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ির পথে রওনা হয়ে যায়। এই পরিস্থিতিতে ২৯ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা প্রশাসনের উদ্দেশ্য নিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানাতে চাই নির্বাচনের ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজন করতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রসঙ্গত, এর আগে গতকাল (১৮ নভেম্বর) শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো কার্যকলাপ না থাকায় সকাল থেকেই প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে আন্দোলনের মুখে রাত সাড়ে ৯ টায় প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ সদস্যের পূর্ণ কমিশন ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ হবে জানিয়ে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তবে শিক্ষার্থীদের দাবি যেহেতু বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আর ছুটির সময়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা শিক্ষার্থীদের সাথে এক ধরনের হঠকারিতা ও প্রতারণার শামিল।