হোম > শিক্ষা

চাকসুতে লড়বেন তিন আহত জুলাইযোদ্ধা

এম কে মনির, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর। এতে ২৬ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। তাদের মধ্যে আলোচনায় আছেন তিন আহত জুলাইযোদ্ধা, যার মধ্যে দুজন স্বতন্ত্র হিসেবে লড়ছেন।

তারা হলেনÑআন্দোলনে ডান চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শুভ হোসেন, গলায় গুলি আটকে থাকা হিসাববিজ্ঞান বিভাগের জুনায়েদ খান রাহাত এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত কম্পিউার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহবুবুর রহমান।

শিবিরের প্যানেল থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করছেন মাহবুবুর রহমান। স্বতন্ত্র হিসেবে শুভ সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে লড়ছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন জুনায়েদ খান রাহাত। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

সম্প্রতি এই তিন প্রার্থীর সঙ্গে কথা বলে আমার দেশ। এ সময় তারা তাদের চ্যালেঞ্জ ও স্বপ্ন নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা জানান, জুলাইয়ে দেশরক্ষায় নেমেছিলেন রাজপথে। এসেছে সফলতা। তবে দায়িত্ব এখানেই শেষ হয়ে যায়নি। কাজ করতে চান শিক্ষার্থীদের জন্য।

আবাসন সংকট দূর করতে চান শুভ

শুভ হোসেন বলেন, চাকসুতে বিজয়ী হলে শাটল ট্রেনের সংকট দূর করার চেষ্টা করব। এছাড়া শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে পর্যাপ্ত আসন নেই। এ কারণে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। যদি নির্বাচিত হই তাহলে এ সংকট দূর করার চেষ্টা করব।

এই প্রার্থী জানান, শিক্ষার্থীরা প্যানেল নয়; ব্যক্তির যোগ্যতা দেখেই ভোট দেবে বলে তিনি মনে করেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থীরা কোনো ফোকাসই পাচ্ছি না। বলতে গেলে একাই লড়ছি। এটাকে অতিক্রম করে জয়ী হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিবেশ সচেতন এই প্রার্থী বলেন, চবির ময়লা-আবর্জনা ডাম্পিং করার সিস্টেম খুব খারাপ। এছাড়া রাতে প্রচুর গাছ কাটা হয়। এর মাধ্যমে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সবুজের এই রাজ্যকে বাঁচানো আমার অন্যতম লক্ষ্য। আমি যে লিফলেট করেছি, সেটি ফেলে দিলেও গাছ উঠবেÑএমনভাবে সেটি তৈরি করা হয়েছে।

শুভ বলেন, আমি বাবা, বড় ভাই, বোন ও বন্ধুদের কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছি। বন্ধুরা টিউশনির টাকাও আমাকে ধার দিচ্ছে। ধার করেই নির্বাচন করছি।

মাহবুবুর কাজ করতে চান প্রযুক্তিবান্ধব ক্যাম্পাস গড়তে

জুলাই বিপ্লবের সময় চবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত হন মাহবুবুর রহমান। তিনি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে। আহত এই জুলাইযোদ্ধা বলেন, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে কিন্তু এ সময়ে এসেও ছাত্রছাত্রীদের লাইনে দাঁড়িয়ে একাডেমিক সংক্রান্ত নানা পেমেন্ট করতে হয়। এছাড়াও বহু পেমেন্ট অনলাইনে নেওয়া হয় না। ক্যাম্পাসে ইন্টারনেটের অবস্থা খুবই বাজে। ই-মেইল বা বিভিন্ন ওয়েবসাইটে ঢোকা যায় না ঠিকমতো। শিক্ষার্থীরা নানা প্রযুক্তিগত জটিলতায় পড়েন। আমি সেসব সমস্যা দূর করতে চাই।

তিনি বলেন, শিবিরের প্যানেল থেকে নির্বাচন করার কারণ তারা প্রয়োজনের সময় শিক্ষার্থীদের পাশে থাকে। তারা ওয়েলফেয়ার পলিটিকসে বিশ্বাসী, যা আমার ভালো লাগে। আমাকে সহযোগিতা ছাড়াও জুলাই বিপ্লবের পর তারা শিক্ষার্থীবান্ধব বেশকিছু কাজ করেছে। এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে।

মেডিকেল সেন্টার উন্নত করতে চান রাহাত

জুনায়েদ খান রাহাত পড়ছেন হিসাববিজ্ঞান বিভাগে। নির্বাহী সদস্য পদে লড়ছেন তিনি। এই জুলাইযোদ্ধা বলেন, নগরীর মুরাদপুরে পুলিশ ও ছাত্রলীগের ছোড়া গুলিতে আহত হন তিনি। ওই দিন তার গলায় গুলি লাগে, যা পরে আর বের করা যায়নি।

নির্বাচন নিয়ে আলাপের সময় তিনি বলেন, চবিতে একটি নাপা সেন্টার আছে। সেখানে নাপা ছাড়া কিছুই দেওয়া হয় না। এটা থাকা না থাকা সমান কথা। একটি বিশ্ববিদ্যালয়ে কেন এমন হবে? শিক্ষার্থীরা অসুস্থ হলে প্রয়োজনের সময় জরুরি ওষুধ, অ্যাম্বুলেন্স কোনোটাই পাওয়া যায় না। আমি এ পরিস্থিতির উন্নতি করতে চাই। সেশনজটে ভুগে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায়। এছাড়া নানা ধরনের সেবার ফিও অতিরিক্ত। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সোচ্চার থাকব।

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি না করার অনুরোধ মন্ত্রণালয়ের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত

সরকারি-বেসরকারি স্কুল ভর্তিতে ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, অনিশ্চতায় বার্ষিক পরীক্ষা

ব্রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

শিক্ষাকেন্দ্রগুলো রাজনীতিমুক্ত রাখতে হবে: শিক্ষা উপদেষ্টা

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়স জটিলতায় বহু শিক্ষার্থী

মানারাত ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া আয়োজনের আহ্বান ডাকসুর