হোম > শিক্ষা

ঢাবির হলে ধূমপানে জরিমানা, মাদকে বহিষ্কার

প্রতিনিধি, ঢাবি

ফাইল ছবি

হলের শিক্ষার্থীদের কাউকে হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে দেশে প্রচলিত আইন অনুযায়ী দুইশত টাকা জরিমানার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ)।

এছাড়াও ইয়াবা, গাঁজা বা যেকোনো ধরনের মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার হলের মসজিদে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে এসে এ ধরনের ঘোষণা দেন তিনি। প্রাধ্যক্ষের এমন ঘোষণা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ঐকমত্য পোষণ করতে দেখা যায়।

এ সময় তিনি বলেন, ‘তোমরা যারা এখানে আছো, তারা কেউ একাত্তর দেখোনি। আমরা যারা ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে বাংলাদেশে এক নতুন পর্বের সূচনা করেছি, তাদের কাছে ‘জুলাই’ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের কাছেও একাত্তর সমান গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘তোমাদেরকে ধন্যবাদ, তোমরা কোনো ধরনের মব সৃষ্টির সঙ্গে জড়িত নও। বিগত সময়ে তোমরা যেভাবে সাইকেল চোরকে ধরিয়ে দিয়েছিলে, আমি তাকে হল থেকে বের করে দিয়েছি। তেমনি তোমরা আমাকে অবগত করেছ বলেই আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

এ প্রসঙ্গে মতামত জানতে চাইলে হলটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী অর্পন বলেন, ‘প্রাধ্যক্ষ কর্তৃক নেওয়া এ ধরনের সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তার এই সিদ্ধান্ত অবশ্যই আমাদের হলে আরও বেশি শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতে সহায়ক হবে।’

উল্লেখ্য, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। এছাড়াও সদ্য প্রকাশিত খবরে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪)-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। গঠিত পাঁচ সদস্যের এ কমিটির চার সহযোগী তদন্ত কর্মকর্তার মধ্যে তিনি একজন। জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১০২ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

খুনের 'বড় প্ল্যান' বাস্তবায়ন করতে দেওয়া হবে না: বিক্ষোভে ডাকসু নেতারা

শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

এমপিওভুক্ত শিক্ষক: ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ