দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করার দাবিতে এ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবারও ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন ছয়জন শিক্ষার্থী। তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। গত রাতেও তারা সেখানে অবস্থান করে অনশন কর্মসূচি চলমান রেখেছেন।
অনশনে এরই মধ্যে দুই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত অনশনস্থলে ঢাকা কলেজের শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত হয়ে এ আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করেছেন।
এর আগে গতকাল সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে তারা অনশন কর্মসূচি শুরু করেন। কয়েকজন শিক্ষক তাদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও ক্লাস শুরু না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অনশনরত শিক্ষার্থীরা বলছেন, ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্ত এ সময় পিছিয়ে ডিসেম্বরে করা হয়েছে। অন্যান্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলছে, এর সাথে ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করেছে। আর আমাদের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করেনি কর্তৃপক্ষ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসককে আমাদের ক্লাস পরীক্ষা শুরুর কথা জানানোর পরেও আশানুরূপ উত্তর বা আশ্বাস পাইনি। ক্লাস শুরু না হলে অনশন কর্মসূচি চলবে।