হোম > শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলা ও বাকৃবি বন্ধ ঘোষণায় ছাত্রদল-শিবিরের প্রতিবাদ

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা ও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণায় ছাত্রদল ও ছাত্রশিবির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট সন্ধ্যায় কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বিপুল সংখ্যক বহিরাগত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বহিরাগতদের মিছিলে জয়বাংলা স্লোগান শোনা যায় এবং এসময় পিটিয়ে বহু শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বহিরাগতদের মিছিল থেকে ছাত্রীদের উপর সর্বপ্রথম হামলা চালানো হয়। এমনকি হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা লাইব্রেরি ও দোকানপাটে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর তৎপরতা চালায়নি। এভাবে প্রশাসন সার্বিকভাবে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা তাদের বিবৃতিতে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের বর্বরোচিত হামলা এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, হামলায় নারী শিক্ষার্থী হেনস্তাসহ বহু শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অনেকেই গুরুতর অবস্থায় ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত

যেসব পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

বিজয় দিবসের আগে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ছাপা শেষ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ