হোম > শিক্ষা

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

আমার দেশ অনলাইন

মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৭০ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মিলিয়ে প্রায় এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও দাসরাসা শিক্ষা বিভাগ থেকে অনুমোদিত নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের সব সরকারি আলিয়া মাদরাসা ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষে এ ছুটির তালিকা কার্যকর হবে। তবে, ছুটির তালিকায় শুক্র ও শনিবার দিন গণনায় বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং সব বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার জন্য ২০২৬ শিক্ষাবর্ষের (১৪৩২–১৪৩৩ বঙ্গাব্দ) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা–১ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. রাহাত মান্না৷ এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে মাদরাসাগুলোতে মোট ৭০ দিনের ছুটি থাকবে। এর মধ্যে ধর্মীয় দিবস, জাতীয় দিবস, গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশ অন্তর্ভুক্ত রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটিগুলোতে তারিখ পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, শব-ই-মিরাজ উপলক্ষ্যে ১৭ জানুয়ারি (শনিবার) ছুটি থাকবে। শব-ই-বরাতের ছুটি নির্ধারিত হয়েছে ৪ ও ৫ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার)। পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি থাকবে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল (মঙ্গলবার) একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ১ মে (শুক্রবার) ছুটি থাকবে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, হিজরি নববর্ষ ১৬ জুন, আশুরা ২৬ জুন, জুলাই গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট এবং আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ছুটি হিসেবে থাকবে। ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে ২৬ ও ২৭ আগস্ট দুই দিনের ছুটি নির্ধারিত হয়েছে। জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম ২৪ সেপ্টেম্বর ছুটি থাকবে।

দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে। মহান বিজয় দিবস, বিশ্ব আরবি ভাষা দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ মিলিয়ে ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের জন্য তিন দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে।

হাওড় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোরো ধান কাটার মৌসুমে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে হাওড় এলাকার মাদরাসার প্রধানরা ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ওই সময়ে অতিরিক্ত ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

শিক্ষাপঞ্জি অনুযায়ী পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে। ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। দাখিল নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা ও আলিম নির্বাচনি পরীক্ষা নেওয়া হবে ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শনের কারণে মাদরাসা ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনার জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ করা যাবে না। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ক্লাস বন্ধ থাকলেও দিবসের তাৎপর্য অনুযায়ী কর্মসূচি পালন করতে হবে।

সরকার ঘোষিত সব সাধারণ ছুটি এই ৭০ দিনের ছুটির মধ্যে গণ্য হবে। প্রয়োজনে ছুটির সময় ভর্তি বা অন্যান্য পরীক্ষা নেওয়ার জন্য মাদরাসা খোলা রাখা যাবে। পাবলিক পরীক্ষার কেন্দ্র ছাড়া অন্য মাদ্রাসাগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিটকারী ভিপিপ্রার্থী মমিনুরকে শাবিতে অবাঞ্চিত ঘোষণা

চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট