আরো চার হল থেকে শেখ পরিবারের নাম অপসারণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের নির্মম নির্যাতনে হত্যার শিকার শহীদ ফেলানী খাতুনের নামে করা হয়েছে নতুন নামকরণ।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিএম আজিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হলের পরিবর্তিত নাম নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম জুলাই চব্বিশ জাগরণী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম শহীদ ফেলানী খাতুন হল রাখা হয়েছে।
এর ছয় মাস আগে শিক্ষার্থীদের দাবির মুখে শেখ পরিবারের নামে থাকা ছয়টি হলের নাম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাবি প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক আনজুম শাহরিয়ার বলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী খাতুন নামকরণ করায় জাবি প্রশাসনকে ধন্যবাদ। জাবি প্রশাসনের আহ্বানে নাম প্রস্তাবনায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চসহ কয়েকটি স্টেকহোল্ডার এই স্পেসিফিক নাম প্রস্তাব করেছিল। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে অন্যতম প্রেরণা ফেলানী খাতুনের শাহাদাত, জাবিতে প্রাতিষ্ঠানিকিকরণের মাধ্যমে আধিপত্যবাদবিরোধী লড়াই আরো শক্তিশালী হলো।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার পরিবারের স্বেচ্ছাচারিতার বলি হওয়া চারটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও কাজটি করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখজনক ব্যাপার হলো যে, জুলাইয়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে শহীদ হওয়া ক্যাম্পাস সংলগ্ন এলাকার শহীদ আলিফ, শ্রাবণ, নাফিসাদের নামে কোনো নামকরণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থাপনাগুলোর নামকরণ করার ক্ষেত্রে ওই বীর শহীদদের নাম বিবেচনা করা উচিত।