হোম > শিক্ষা

সাত কলেজে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানী ঢাকার সরকারি (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ) এর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাবি অধিভুক্তি বাতিল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ইউজিসি গঠিত কমিটি এই সাত কলেজ নিয়ে স্কুলিং পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়।

প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে নিয়োগ দেয়। নতুন এই পদ্ধতির ফলে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি এই সাত কলেজের নাম বিলুপ্তি হওয়ার আশঙ্কা দেখা দেয়। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অবস্থান নিয়েও কোনো সুস্পষ্ট নির্দেশনা নেয় এই মডেলের মধ্যে। অপরদিকে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ অধিকাংশ সাবজেক্টও রাখা হয়নি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়। এর ফলে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্মানের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।

পূর্বের ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করতে শুরু করে। সাড়ে ১০টার দিকে সরকারি কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়। ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

নতুন এমপিও নীতিমালা: ৬০ দিন অনুপস্থিতে থাকবে না পদ

নতুন এমপিও নীতিমালা: কোন বিভাগ খুলতে লাগবে কত শিক্ষার্থী

বড় পরিবর্তন রেখে নতুন এমপিও নীতিমালা প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু বুধবার

অধ্যাদেশের এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীরা

জবির অর্থনীতি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে ডিন’স অ্যাওয়ার্ড প্রদানে অনিয়ম

ফেলানীর নামে হল পেলেন জাবি শিক্ষার্থীরা

পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার নিজামের উদ্দিনের লাগামহীন দুর্নীতি

সাফল্য অর্জনে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন করতে হবে