হোম > শিক্ষা

জিএস পদে শিবির প্রার্থীকে হারানো কে এই আম্মার

আমার দেশ অনলাইন

ফল ঘোষণার সময় মায়ের পাশে বসে আছেন নতুন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস পদে শিবিরের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছেন সালাউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি ভোট। প্রতিদ্বন্দ্বী শিবির প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি ভোট। শিবিরের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় চলে এসেছেন আম্মার।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ জনপ্রিয় আম্মার। জুলাই অভ্যুত্থানে রাবির অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করা আম্মার স্লোগান মাস্টার হিসেবে পরিচিতি পান।

তবে আন্দলনের পর দমে যাননি আম্মার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ছিলেন সরব। কাজ করেছেন রাবি সংস্কার আন্দোলনের একজন প্রধান সংগঠক হিসেবে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে সিনেমা নিয়ে কাজ করতেন। তখন রাজনৈতিকভাবে খুব একটা সরব ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই তাকে রাজনৈতিক সচেতন করে তোলে।

তবে চব্বিশের জুলাইয়ের আগেও তিনি ক্যাম্পাসে সক্রিয় ছিলেন। ক্যাম্পাস জীবনের শুরু থেকেই প্যালেস্টাইন মুভমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ইস্যুতে সরব ছিলেন।

পরে একটি চাকরিতে যোগ দেওয়ায় কিছু দিন ব্যাহত হয় তার কার্যক্রম। তবে জুলাইয়ে সে চাকরি ছেড়ে নেমে আসেন আন্দোলনে। এরপর থেকে তিনি সক্রিয় বিশ্ববিদ্যালয়ে। এই সক্রিয়তাই ক্যাম্পাসে তার জনপ্রিয়তার অন্যতম কারণ।

জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল

ঢাকা কলেজের সকল রুটে আজ থেকে বাস বন্ধ

ভাইকে তো পাব না, অন্তত বিচার যদি পাই: বিশ্বজিতের ভাই

৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে বড় পরিবর্তন

কর্মস্থলে উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন–ভাতা তুলতে পারবেন না প্রাথমিকে কর্মরতরা

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা প্রকাশ

ভর্তি পরীক্ষা: জাবিতে আসনপ্রতি লড়বেন ১১৯ শিক্ষার্থী

নতুন এমপিও নীতিমালা জারি, শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ

বদলি আদেশ প্রত্যাহারের চেষ্টায় আন্দোলনকারী প্রাথমিকের শিক্ষকেরা

এমপিও বিষয়ে ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শুনানি নেবে শিক্ষা মন্ত্রণালয়