চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ১০টি আবাসিক হলের ফল ঘোষণা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদলের হৃদয় ৪টি হলে এবং ৬টিতে শিবিরের রনি এগিয়ে গেছেন।
শিবিরের রনি ১০ হলে মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৬১৮। ছাত্রদলের হৃদয় পেয়েছেন ২ হাজার ৮৫৮ ভোট।
১০টি হলে জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৪ হাজার ৬৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শাফায়াত পেয়েছেন ১ হাজার ৭৮৯ ভোট।
অন্যদিকে নয়টি হলে এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন পেয়েছেন ৩ হাজার ৭৭ ভোট।