মুচলেকা দিয়ে দুই ছাত্র ইউনিয়ন নেতাকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান। তিনি শাখার সংগঠক ইংরেজি বিভাগের মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল ও গণিত বিভাগের শান্ত তালুকদারকে থানা থেকে ছাড়িয়ে নেন।
গত ৪ নভেম্বর সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমন, শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর জানা যায়, শান্ত তালুকদারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্ধারিত ছিল পর দিন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যখন কোনো সমাধান হচ্ছিল না তখন মধ্যরাতে রাহাত জামান থানায় উপস্থিত হয়ে হাজত থেকে তাদের জামিনে মুক্ত করে আনেন।
এ বিষয়ে রাহাত জামান বলেন, প্রথমেই তারা সাস্টিয়ান। আগামীকাল তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমাদের দায়িত্ব হলো যে কোনো শিক্ষার্থী, যেই মতাদর্শেরই হোক না কেন, যেন ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করা। তাই আমি নিজে থানায় গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে জামিনের ব্যবস্থা করি।
তিনি আরও বলেন, তাদের ছাড়তে দেরি করায় আমি অফিসার ইনচার্জকে স্পষ্ট বলেছি তাদের ছাড়া আমি ফিরব না। শেষ পর্যন্ত রাতেই তাদের মুক্তি নিশ্চিত করি।