হোম > শিক্ষা

নির্বাচন দিয়েই প্রশাসনকে পদত্যাগ করতে হবে

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

আজকের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দেওয়ার পাশাপাশি নির্বাচন দিয়েই প্রশাসনের পদত্যাগের দাবি তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

তারা বলছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কথা। কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়েছে। যেখানে শিক্ষার্থীদের কোনো ধরনের মতামত নেওয়া হয়নি। তাই, আজই নির্বাচন হতে হবে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত তারা মানতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ জকসুর ভোটাররা ভিসি ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন। যেখানে জবি ছাত্রদলের সভাপতি মেহদি হাসান হিমেলও রয়েছেন। তিনি নির্বাচনে অংশ না নিলেও তার সংগঠনের প্যানেল রয়েছে। বিক্ষোভে অংশ নেন—জবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি (সহ সভাপতি) প্রার্থী রিয়াজুল ইসলামও রয়েছেন।

ছাত্রদল সভাপতি হিমেল বলেন, ‘এক ঘণ্টার মধ্যে জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে হবে। নির্বাচনের বাইরে যাওয়ার সুযোগ নেই। সিন্ডিকেটের অবৈধ সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, জাকসু আমাদের অধিকার। নির্বাচন স্থগিত হবে কী হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র শিক্ষার্থীদের। আজকের মধ্যেই নির্বাচন হতে হবে। আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন পদত্যাগ করতে চায়। আমরাও তাদের পদত্যাগ চাই, কিন্তু নির্বাচন দিয়েই পদত্যাগ করতে হবে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর উপাচার্য ড. রেজাউল করিমের নেতৃত্বে বসা সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সেখানে সদস্যরা নির্বাচন স্থগিতের পক্ষে মত দেন। তবে শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে নারাজ। আজকের মধ্যেই নির্বাচনের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীরাও প্রচারণা চালিয়েছে। ভোটাররাও এসেছেন। এই মুহূর্তে এমন সিদ্ধান্ত মানবেন না তারা।

তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিতের বিষয়ে অনড় নির্বাচন কমিশন।

জকসুর নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আর এই মুহূর্তে ভোট গ্রহণ শুরু করতে চাইলেও তা সম্ভব হয়ে উঠবে না। এ বিষয়ে আমাদের কমিশনের বৈঠক হচ্ছে, বৈঠক শেষে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে সিন্ডিকেট সভা শেষে তিনি বলেন, ‘দেশে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। এই সময়ে আমরা কোনো ধরনের উৎসবমুখর আয়োজন চাই না। সে কারণেই জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

জকসু নির্বাচন স্থগিত প্রশাসনের, ভিসি ভবন ঘেরাও শিক্ষার্থীদের

নির্বাচন স্থগিত চায় না জকসুর ভোটাররা

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

জবি শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

মুজিবের ‘বঙ্গবন্ধু’ উপাধিও বাদ গেল পাঠ্যবই থেকে

এবারের রোজায় খোলা থাকছে স্কুল

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা, কমলো ১২ দিন

মানসম্মত ও নির্ভুল পাঠ্যবই তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু