হোম > শিক্ষা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

‘বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুতে এক শোকবার্তায় এ মন্তব্য করেন তিনি।

শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের সাবেক ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপসহীন দেশনেত্রী’ উপাধি লাভ করা বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়। শোক বার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেন কোটি কোটি মানুষের নেত্রী।

উপাচার্য আরো বলেন, বেগম খালেদা জিয়া স্বপ্নে আকাঙ্ক্ষায় উদার, গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথ চলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন। তিনি ছিলেন ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে অনন্য প্রেরণার উৎস। উপাচার্য বলেন, স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত ও স্নিগ্ধ সহনশীল বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থরক্ষায় সাহসী ও সোচ্চার থেকেছেন। উপাচার্য বলেন, তাঁর শারীরিক প্রস্থান হলেও বেগম খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে। এদেশের রাজনীতির ইতিহাসে তিনি বরাবরই প্রাসঙ্গিক হিসেবে আবির্ভূত হবেন।

উপাচার্য ২০২৪-এ গণ-অভ্যুত্থান পরবর্তী জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশের।’ তিনি ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সহনশীল ও পরিমিত দৃঢ় এক ঐক্যের বার্তা দিয়ে গেছেন।

উপাচার্য তার শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত মন্তব্য, চাইলেন ক্ষমা

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

নির্বাচন দিয়েই প্রশাসনকে পদত্যাগ করতে হবে

জকসু নির্বাচন স্থগিত প্রশাসনের, ভিসি ভবন ঘেরাও শিক্ষার্থীদের

নির্বাচন স্থগিত চায় না জকসুর ভোটাররা

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

জবি শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

মুজিবের ‘বঙ্গবন্ধু’ উপাধিও বাদ গেল পাঠ্যবই থেকে