হোম > শিক্ষা

শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। একইসঙ্গে ৩০ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের দুর্নীতিবাজ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহার করা এবং বৃত্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ের প্রজ্ঞাপন বাতিল করে সরকারি-বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

সেলিম ভূইয়া বলেন, শিক্ষা উপদেষ্টা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও উপদেষ্টা হিসেবে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি শিক্ষা উপদেষ্টা হলেও শিক্ষকদের সঙ্গে বসতে চান না। তিনি এতদিন ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ সচিব সিদ্দিক জোবায়েরকে সরাতে পারেননি। তার কথার বাইরে তিনি কোনো কাজ করতে পারতেন না।

একইসঙ্গে সচিবালয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা জয়বাংলার স্লোগান দিতো, তারাই আবার বাংলাদেশ জিন্দাবাদ বলে সক্রিয় রয়েছে। তাদেরতো চাকরি থাকার কথা নয়। এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ৩০ জুলাইয়ের মধ্যে না সরালে ১ আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সেলিম ভূইয়া বলেন, শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে-তা হবে না। বেসরকারি সব স্কুলকেও এই সুযোগ দিতে হবে।

সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সব স্কুল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে একটি স্মারকলিপি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কার্যালয়ে যান শিক্ষক নেতারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি