হোম > শিক্ষা

বেরোবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপককে অব্যাহতি

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।

নোটিসে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় জরুরি সভায় ড. শাকিবুল ইসলামকে বণ্টনকৃত চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কোর্সসমূহ পুনর্বণ্টনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে DSM4207 (Research Project) কোর্সের সুপারভাইজর ও পরীক্ষক হিসেবে দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সদস্যপদ থেকে ড. শাকিবুলকে অব্যাহতি দিয়ে অন্য শিক্ষককে মনোনীত করা হবে। এছাড়া অভিযোগের সুষ্ঠু তদন্ত ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় প্রধান ড. ইমদাদুল হক বলেন, আমাদের ২০-২১ সেশনের এক ছাত্রী বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ জমা দেন। তার পরিপ্রেক্ষিতে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ড. শাকিবুল ইসলামকে ওই ব্যাচের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী যেহেতু প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেছেন, তাই বিষয়টি যৌন নিপীড়ন সেলে গেছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা এখনো অবগত নই।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং যৌন নিপীড়ন সেলের সদস্য সচিব ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই ১০ দিনের সময় বেঁধে দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত রোববার দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এক ছাত্রী প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক এবং বিভাগীয় প্রধান বরাবর যৌন হয়রানির অভিযোগ দেন।

ছাত্রী হলের সাংগঠনিক দায়িত্বে দুই ছাত্র নেতা, সমালোচনার ঝড়

শিবিরকে সুবিধা দিতেই জকসু নির্বাচন পেছানো হয়েছে

পাঠ্যপুস্তক বিতর্কের মধ্যে রেখেই আজ বিদায় নিচ্ছেন এনসিটিবি চেয়ারম্যান

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি

ছাত্রীসংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প, মিলছে ওষুধও

মুজিব শতবর্ষে ব্যয়ের ১২ লাখ টাকা ফেরত চায় রাকসু নেতৃবৃন্দ

রাকসুর ফান্ডের ২২ বছরের হিসাব জানে না প্রশাসন

মুচলেকায় বামপন্থী দুই ছাত্র নেতাকে ছাড়ালেন ছাত্রদল সভাপতি

এশিয়ার শীর্ষ ২৩০ বিশ্ববিদ্যালয়ে স্থান পেল ড্যাফোডিল ইউনিভার্সিটি