হোম > প্রবাস

মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ভয়েস সম্পাদক মারুফ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ। লন্ডন বাংলা প্রেস ক্লাব তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করে।

গত ২৫ জানুয়ারি এলবিপিসির দ্বিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভায় সংগঠনটির ইতিহাসে এই প্রথম অঞ্চলভিত্তিক বিভাগ ও মোট সাতটি ক্যাটাগরিতে সাংবাদিকদের মাঝে এ পুরস্কার প্রদান করে। যা প্রবাসী বাংলা সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহাম্মদ মারুফ একজন প্রথিতযশা সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক। নব্বইয়ের দশক থেকে তিনি পেশাগতভাবে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাংলাদেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় রিপোর্টিংয়ের পাশাপাশি নিয়মিত কলাম লিখে পাঠকমহলে সুপরিচিত হয়ে ওঠেন। সমাজ, রাজনীতি ও বৈশ্বিক প্রেক্ষাপট বিষয়ে তার লেখায় গভীর বিশ্লেষণ ও দায়বদ্ধ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে।

তার প্রকাশিত গ্রন্থ সাম্রাজ্যবাদের বিশ্বায়ন ও উম্মাহ চেতনা চিন্তাশীল পাঠকদের মধ্যে বিশেষভাবে আলোচিত। এ ছাড়াও বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থে তার কবিতা অন্তর্ভুক্ত রয়েছে, যা তার সাহিত্যিক বহুমাত্রিকতার পরিচয় বহন করে।

২০০৩ সাল থেকে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাস করছেন। প্রবাসজীবনের শুরু থেকেই তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকায় বার্মিংহাম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি তারেক, সম্পাদক আকরাম

সৌদি প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শেষ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর রেকর্ড