হোম > বিনোদন

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন রিপোর্টার

আতিফ আসলামের অংশগ্রহণে দুটি ভিন্ন কনসার্টের ঘোষণা দিয়েছিল দুটি আয়োজক প্রতিষ্ঠান। তা নিয়ে শুরু হয় নানান জটিলতা। এ অবস্থায় আতিফের ঢাকায় আসা এবং কনসার্টে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত ইতিবাচক খবর জানিয়েছে দুই আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। যৌথভাবে তারা আয়োজন করছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে গাইবেন আতিফ আসলাম। আগামীকাল শনিবার ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ কনসার্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, বাস্তবতা ও কতিপয় জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও যৌথভাবে সেটি আয়োজন করা হচ্ছে। ঢাকার তরুণদের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি।

‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সব ধরনের অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।’

‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, কনসার্ট থেকে পাওয়া মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এ অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ কনসার্টে প্রধান আকর্ষণ আতিফ আসলাম। এতে আরো পারফর্ম করবেন ফুয়াদ, নেমেসিসসহ দেশীয় বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ড।

‘এটা আমাদেরই গল্প’-এ বুঁদ দর্শক

যত মানুষের সাথে কাজ করেন ততো মানুষ বুঝতে পারবেন: সংস্কৃতি উপদেষ্টা

পৈতৃক সম্পত্তি নিয়ে বোনদের অভিযোগ, যা বললেন ডিপজল

ফেসবুক পোস্ট থেকে অহনার পতন

‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেলেন রেখা

আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’

শুটিং হবে কবিরপুর ফিল্ম সিটিতে, এফডিসি থাকবে গবেষণার জন্য

‘হাওয়া’র পর আসছে নাজিফা তুষির ‘রইদ’

শেষ হলো শিরোনামহীনের বাতিঘর

‘ধ্বজো মেস্তরীর মরণ’ এবার কমলগঞ্জের নটমণ্ডপে