আজ বিশ্বনন্দিত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিন যথারীতি পারিবারিক আয়োজনেই উদযাপিত হবে বলে জানালেন গুণী এই সঙ্গীতশিল্পী। বিগত বেশ কয়েকবছর যাবৎ রুনা লায়লার জন্মদিনকে ঘিরে এই প্রজন্মের শিল্পীদের বিশেষ বিশেষ পরিকল্পনা থাকে। কিন্তু এবার দেশের সার্বিক পরিস্থিতি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনায় বর্ণাঢ্য আয়োজন থেকে বিরত থাকলেন রুনা লায়লা।
রুনা লায়লা’র ভাষ্যমতে জন্মদিনের মুহূর্ত থেকে শুরু করে জন্মদিনের দিন, তার পরের দিন এবং সেই ধারাবাহিকতায় তিনি যেভাবে জন্মদিনের শুভেচ্ছা পান তাতে প্রতিটি মুহুর্তেই তিনি সবার শুভেচ্ছা, ভালোবাসা আর দোয়ায় সিক্ত হন।
জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, 'এই সময়ে এসে মূলত পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন উদযাপন করা হয়, এবারও যথারীতি তাই হবে। তবে দেখতে দেখতেতো জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এলো, বহু জন্মদিনের অনুষ্ঠানই হয়েছে। এরমধ্যে ছোটবেলার জন্মদিনগুলোই ছিলো মনে রাখার মতো, বিশেষত মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার খাবার রান্না করতেন-এগুলোই বিশেষভাবে মনেপড়ে।'
রুনা লায়লা তার ৬০ বছরের সংগীত জীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি। তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গান 'দমা দম মাস্ত কালান্দার'। নতুন করে গানটি তিনি গেয়েছেন কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে। গতকাল কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে পাবে ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি।
সঙ্গীত জীবনের ৬০ বছর প্রসঙ্গে তিনি বলেন, 'সঙ্গীত জীবনের চলার পথে দেখতে দেখতে ষাট বছরেরও বেশি সময় পেরিয়েছে। এই চলার পথে আমর বাবা মা, আমার বড় বোন দীনা লায়লা’সহ পরিবারের সবার ভীষণ সাপোর্ট ছিলো। তা না হলে এতদূর আসা সম্ভব ছিলো না। হাজার হাজার গান করেছি, যখনই যে গান গাইতে গিয়েছি-মনে হয়েছে কঠিন গান, রেকর্ডিং-এর সময়টা ছিলো চ্যালেঞ্জিং তা যে ভাষারই হোক না কেন। সেই গান গেয়ে নতুন করে অনেক কিছু শিখেছি, নিজেকে আরো নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। এই সময়ে এসেও আমি এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। এর এটাও ভীষণ সত্যি, আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি যে কারণে আজ এতদূর আসতে পেরেছি।'
এদিকে রুনা লায়লার জন্মদিন উপলক্ষ্যে আজ প্রকাশ পাবে তাঁকে নিয়ে লেখা 'মায়ার সিংহাসন' উপন্যাস। আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা উপন্যাসটির উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি শিল্পী হয়ে ওঠা। প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।