হোম > বিনোদন

তারেক রহমানের প্রত্যাবর্ত নিয়ে আশফাক নিপুনের পোস্ট

বিনোদন রিপোর্টার

যেকোনো ঘটনা বা সিচুয়েশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন নির্মাতা ও অ্যাক্টিভিস্ট আশফাক নিপুণ। ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার স্ট্যাটাসে ফুটে উঠল তারেক রহমানকে নিয়ে ছোট্ট এক বিশ্লেষণ। তিনি লিখেছেন, ৫ আগস্ট ২০২৪–এর পর থেকে এখন পর্যন্ত তারেক রহমান কোনো ধরনের বেফাঁস বক্তব্য দেননি।

পোস্টে আশফাক নিপুণ বলেন, ‘৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে আজ পর্যন্ত কোনোরকম বেফাঁস কথাবার্তা যদি না বলে থাকেন কেউ, তিনি জনাব তারেক রহমান। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন বিষোদগারের চর্চা, মবোক্রেসি দেখতে দেখতে আমরা শংকিত, তখন পপুলিজমের চর্চা বাদ দিয়ে সুনির্দিষ্টভাবে দেশ গঠনের বোরিং (?) আলাপ দিনের পর দিন চালিয়ে যাওয়া, বিশেষ করে এই সময়ে আর্ট এবং কালচার নিয়ে উনার প্রতিশ্রুতি সত্যি আশাব্যঞ্জক।’

একই সঙ্গে তিনি সতর্কতার কথাও উল্লেখ করেন। তার মতে, অতীত অভিজ্ঞতার কারণে মানুষ এখন সহজেই শঙ্কিত হয়ে পড়ে। তাঁর ভাষায়, ‘ঘরপোড়া গরু’ হওয়ার অভিজ্ঞতায় মানুষ এখন সিঁদুরে রোদ দেখলেও ভয় পায়।

পোস্টে তিনি লেখেন, ‘আবার এটাও সত্য আমরা ঘরপোড়া গরু। অবস্থা আমাদের এমন যে সিঁদুরে মেঘ না, সিঁদুরে রোদ দেখলেও আমরা এখন ডরাই। আশা করি বাংলাদেশের বৃহত্তম দলের প্রধান প্রতিনিধি হিসেবে উনি উনার কোন কথার বরখেলাপ করবেন না। সাময়িক বা দীর্ঘ বিভক্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করবেন। নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করবেন।’

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাজধানীর ৩০০ ফিট এলাকায় সমাবেশে উপস্থিত হন তিনি।

মানব জীবনের উত্থান-পতন নিয়ে ‘জীবন নদীর তীরে’

প্রকাশ্যে ন্যান্সির নেতা আসছে

‘ফেরা’ দিয়ে পরিচালনায় অভিনেতা পাভেল ইসলাম

তানিয়া বৃষ্টি- খায়রুলের 'সাইফুল লাইব্রেরি'

সোশ্যাল মিডিয়ায় রিয়াজের মৃত্যুর গুজব

পার্থ-আইশার ‘দ্বিপ্রহর’

একদিকে ভয়ঙ্কর 'অ্যানাকোন্ডা' অন্যদিকে মজার 'স্পঞ্জবব'

নির্বাচনের আগে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

বড়দিন উপলক্ষে শিল্পকলায় সাংস্কৃতিক সন্ধ্যা

ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব