হোম > বিনোদন

এই মুহূর্তে প্রবল ইচ্ছে সিনেমায় অভিনয় করার: পড়শী রুমী

বিনোদন রিপোর্টার

বিরতি শেষে আবারো অভিনয়ের দুনিয়ায় ফিরছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। একজন পূর্ণ অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুকে নিয়েই তিনি আজ থেকে বেশ কয়েকবছর আগে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন। কিন্তু মাঝে পারিবারিক সমস্যার কারণে অভিনয়ে থেকে বিরতি নেন তিনি। তবে এখন অভিনয়ে ফেরার জন্য পূর্ণ প্রস্তুত তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন নাট্যনির্মাতারও সঙ্গে কথা হয়েছে। শিগগিরই সেসব কাজের মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি।

পড়শী রুমী বলেন, ‘অনেক নাটকে অভিনয় করেছি। করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ। আবার বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। তবে সিনেমায় অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি আমার।’

তবে পড়শী রুমীর মনে সুপ্ত বাসনা হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। তিনি বলেন, ‘এই মুহূর্তে কেন যেন প্রবল ইচ্ছে হলো একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। চরিত্রটি হোক ছোট কিন্তু সেই চরিত্রটি যেন সিনেমার উল্লেখযোগ্য একটি চরিত্র হয়। আমি যেন মন দিয়ে অভিনয় করতে পারি চরিত্রটিতে। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কী না। কিন্তু খুব ইচ্ছে করে একটি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। কারণ রূপালী পর্দার ব্যাপারটাই আসলে অন্যরকম। হয়ত বা আজ হোক কাল হোক আমার সেই স্বপ্ন পূরণ হবে একদিন। কারণ এটা আমি মনে প্রাণে চাই।’

বেশ কয়েকবছর আগে এটিএন বাংলা আয়োজিত ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আই আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। প্রথমেই তিনি মান্নান শফিকের পরিচালনায় ‘এক বিন্দু জল’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি মুশফিুকর রহমান গুলজারের ‘জোনাকি জ্বলে’, গাজী বদরুজ্জামানের ‘আত্মসাৎ’ নাটক সহ তপু খান, সাইদুর রহমান খোকনসহ আরো বেশ কয়েকজন নাট্যনির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন।

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ফোক শিল্পী কিশোর পলাশের ‘দেহ ডিঙ্গি’, কাজী শুভ’র ‘ভুলে থাকো কেমন করে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি।

কামরুজ্জামানের পরিচালনায় পড়শী রুমী প্রথম ‘গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর তিনি ‘ওয়েলফুড’, ‘বাহক’, ‘কনফিডেন্স সল্ট’, ‘প্রাণআরএফএল জগ’, ‘ট্রিট চকোলেট’, ‘ফ্রেশ চিনি’সহ আরো বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ