হোম > বিনোদন

বাংলাদেশে প্রথমবার মুক্তি পেয়েছে নেপালের সিনেমা

বিনোদন রিপোর্টার

আজ প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নেপালের সিনেমা। সাফটা চুক্তির মাধ্যমে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নেপালের সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। নির্মাতা দীপেন্দ্র গাওছান ছবিতে তুলে ধরেছেন ডেটিং অ্যাপে সম্পর্ক, ভুল বোঝাবুঝি, অপহরণ আর প্রেমের টানাপড়েন।

নেপাল থেকে ছবিটি ঢাকায় আমদানি করছে শো-মোশন লিমিটেড। অন্যদিকে এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ছবিটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স।

মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

এ প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক নাজির হুসেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভাণ্ডারীও, সিনেমাটির নির্মাতা দীপেন্দ্র গাউছানসহ কলাকুশলীরা।

সিনেমার নায়ক নাজির হুসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি মেয়ে হারিয়ে গেছে। কেন, কীভাবে, কখন এটা হলো তার সব উত্তর জানতে পারবেন এ সিনেমাটা দেখলে।‘

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ঢাকায় আসতে পেরে আমি খুব খুশি। ছুটির দিন শুক্রবার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। এটাই বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম নেপালের সিনেমা। যে কারণে আমি অনেক বেশি খুশি।‘

নেপালের সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’য় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এ নেপালি ভাষার সিনেমাটি নির্মিত হয়েছে লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেমের গল্প নিয়ে।

গল্পের শুরুতে, এক তরুণ ডেটিং অ্যাপে পরিচিত তরুণীকে অপহরণ করে নিয়ে যায় নেপালের পাহাড় থেকে সমতলের মধেশ প্রদেশে। কিন্তু ভয়ের সেই রাত কাটিয়ে মেয়েটির সঙ্গে গড়ে ওঠে নতুন বন্ধন। ছেলেটি তাকে পরিচয় করিয়ে দেয় মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষদের সঙ্গে। ভিন্ন সম্প্রদায়ের হলেও তারা প্রেমে পড়ে।

ড্রাইভিং সিটে ডলি জহুর ও দীপা খন্দকার

এবারো অস্কারে নেই বাংলাদেশ

বৃদ্ধাশ্রম নিয়ে গাইলেন পিয়াল হাসান

বিজয় দিবসে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম