এবছর ২২তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান ।
আজ, রোববার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন ফজলুল হকের পরিবারের সদস্যসহ দেশবরেণ্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিধ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি সহ সাংবাদিক, লেখক প্রকাশক, পরিচালকবৃন্দ।
আয়োজনের শুরুতে শহিদুল হক সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সম্মুখযাত্রী ফজলুল হক’-এর প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী তার মমতাময়ী মাকে নিয়ে পুরস্কার গ্রহণ করে আলাদা মহিমা তৈরি করেন।
ফজলুল হককে নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন যে, ফজলুল হককে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে।
উল্লেখ্য, দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট) এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়।