এই প্রজন্মের শ্রুতিমধুর কণ্ঠের সঙ্গীতশিল্পী মৌমিতা বড়ুয়া। ২০১৭ সালের চ্যানেল আই সেরাকন্ঠ’র মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু। এরপর থেকে স্টেজ শো’তে গানে গানে মুগ্ধতা ছড়িয়ে আসছেন তিনি। পাশাপাশি নিজের প্রকাশিত মৌলিক গানগুলো দিয়েও তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন।
বর্তমানে মৌমিতা বড়ুয়া বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ-এর সুরে গান করেছেন। গানের শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন কুমার বিশ্বজিৎ, কুমার বিশ্বজিৎ-এর নির্দেশনায় মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন সঙ্গীতশিল্পী কিশোর দাস। গানটি আগামী ১৬ জানুয়ারি শুক্রবার ইউটিউবে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন মৌমিতা।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘মৌমিতা খুব ভালো গায়। যে কারণে আমার ইচ্ছে ছিলো আমার সুরে তাকে দিয়ে একটি গান করানোর। ভীষণ ভালো গেয়েছে মৌমিতা। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’
মৌমিতা বড়ুয়া বলেন, ‘অনেকের সুরে এরইমধ্যে গান গেয়েছি। কিন্তু এটা কখনো কল্পনাও করিনি যে বিশ্বজিৎ স্যারের সুরে আমি একটি মৌলিক গান গাইতে পারবো। স্যার আমাকে ভীষণ ¯স্নেহ করেন বলেই আমাকে এই গানটি গাইবার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি স্যারের নির্দেশনা অনুযায়ী ঠিকঠাক মতো গাইবার। জানিনা কেমন গেয়েছি তবে ভালো গাইবার ভীষণ চেষ্টা ছিলো আমার। আশা করছি শ্রোতাদের ভালোলাগবে।’
এদিকে বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে ব্যস্ত মৌমিতা। আজ বছরের শেষদিনে তিনি রাজধানীর ধানমন্ডিতে স্টেজ শোতে গাইবেন মৌমিতা। এদিকে আরটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে মৌমিতা গেয়েছেন ‘এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে’, ‘এ কোন ফাগুন’, ‘পিয়া পিয়া পিয়া কে ডাকে আমাকে’, ‘আমি তোমার দুটি চোখে দুটি তারা’ গানগুলো। মৌমিতার পর্বটি শিগগিরই প্রচার হবে আরটিভিতে।