হোম > বিনোদন

মানব জীবনের উত্থান-পতন নিয়ে ‘জীবন নদীর তীরে’

বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় চলছে যাত্রাপালা প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আজ ২৫ ডিসেম্বর, সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জামালপুরের যাত্রাদল ‘জামালপুর যাত্রা ইউনিট’ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’। যাত্রাপালাটির পালাকার ছিলেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় করেছেন মোজাম্মেল হক।

‘জীবন নদীর তীরে’ একটি সামাজিক যাত্রাপালা। যেখানে মানুষের জীবনকে নদীর সাথে তুলনা করা হয়েছে। এটি মূলত মানব জীবনের উত্থান-পতন, মায়া, মমতা, ভালোবাসায় ভরা পারিবারিক জীবনের এক নৈতিক শিক্ষার মঞ্চরূপ। যা প্রতিটি মানুষের পারিবারিক জীবনের বিশেষ উদাহরণ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আউয়াল, শহীদুল, হাশেম, কাজল, জিহাদ, জীবন সরকার, সালাম, মোজাম্মেল, আনোয়ার, রায়হান, জাহাঙ্গীর, ঝুমা, সবিতা, মমতা পণ্ডিত, সিমন্তী, সুমী, ফারিয়া, ময়না, ডালিয়া ও রোকেয়া প্রমুখ। নেপথ্য শিল্পী ও কলা-কুশলী হিসেবে ছিলেন মোজাম্মেল, রোমান, গোপাল, রহিম, কাজল, শাহ আলম হাসু, জহির, রানা, সিরাজ, মোক্তার, মফিজ প্রমুখ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী, প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টা থেকে।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের ১টিসহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য ১০০ টাকা। প্রদর্শনীর টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

তারেক রহমানের প্রত্যাবর্ত নিয়ে আশফাক নিপুনের পোস্ট

প্রকাশ্যে ন্যান্সির নেতা আসছে

‘ফেরা’ দিয়ে পরিচালনায় অভিনেতা পাভেল ইসলাম

তানিয়া বৃষ্টি- খায়রুলের 'সাইফুল লাইব্রেরি'

সোশ্যাল মিডিয়ায় রিয়াজের মৃত্যুর গুজব

পার্থ-আইশার ‘দ্বিপ্রহর’

একদিকে ভয়ঙ্কর 'অ্যানাকোন্ডা' অন্যদিকে মজার 'স্পঞ্জবব'

নির্বাচনের আগে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

বড়দিন উপলক্ষে শিল্পকলায় সাংস্কৃতিক সন্ধ্যা

ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব