হোম > বিনোদন

কক্সবাজার উৎসবে বিশ্বখ্যাত ডিজে জাই উলফ

বিনোদন রিপোর্টার

কক্সবাজারে অনুষ্ঠিতব্য বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে হেডলাইনার হিসেবে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ। যার আসল নাম সাজিব সাহা। জন্মসূত্রে বাংলাদেশি হলেও আমেরিকায় বেড়ে ওঠা এই সংগীতশিল্পী শ্রোতাদের কাছে পরিচিত জাই উলফ নামে। ইন্ডিয়ান সামার, স্টারলাইট, দিস সং রিমাইন্ড মি অব ইউয়ের মতো হিট ট্র্যাক বানিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইতোমধ্যে এই শিল্পী কোচেলা, লোলাপালুজার মতো বিশ্বসেরা ফেস্টিভ্যালে তার সাড়া জাগানো পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। তার গ্লোবাল ক্যারিয়ারের মধ্যে এই প্রথমবার তিনি পারফর্ম করবেন বাংলাদেশে। কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২৬-এ হেডলাইন করবেন বাংলাদেশি-আমেরিকান ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। এটা তার জন্য যেমন আনন্দের, তেমনি বাংলাদেশের মিউজিক ফ্যানদের জন্যও এক বিশাল অর্জনের বলে মনে করছেন উৎসব-সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতেই বিশ্বমানের পারফরম্যান্স বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের অ্যাডভেঞ্চারাস অ্যাটমোস্ফিয়ার এবং প্রকৃতির মাঝে জাই উলফের ইমোশনাল, মেলোডিক ইডিএম সংগীত শ্রোতাদের নিয়ে যাবে এক অন্যমাত্রায়। জাই উলফের বাংলাদেশের আসার খবরে ফেস্টিভ্যালের অফিশিয়াল পেজে কয়েকজন শ্রোতা লিখেছেন, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটা একটা মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ের তারকাশিল্পীদের বাংলাদেশে আসা এখনো বিরল। জাই উলফের মতো গ্লোবাল স্টারের আগমন স্থানীয় শিল্পী ও ফ্যানদের জন্য একটি বড় প্রেরণা। এটি প্রমাণ করে বাংলাদেশও বিশ্বসেরা মিউজিক ইভেন্টের আয়োজন করতে সক্ষম। জাই উলফের শো নিয়ে বিস্তারিত শিগগির ফেস্টিভ্যালের অফিশিয়াল পেজে জানানো হবে।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ