হোম > বিনোদন

নতুন বছরে প্রথম সিরিজ ‘আঁতকা’

বিনোদন রিপোর্টার

বিদায়ী বছরের একদম শেষ দিকে এক আড্ডায় বসেছিলেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল, ফারিহা রহমান। দেশের জনপ্রিয় নবীন–প্রবীণ শিল্পীদের মধ্যে সূত্রধরের কাজ করছিলেন ইনফ্লুয়েন্সার–লেখক–কণ্ঠশিল্পী রাবা খান। আবুল হায়াতের মতে সেটি ছিল ফ্যামিলি আড্ডা। কিন্তু প্রশ্ন হলো এরা সবাই ফ্যামিলি বা পরিবার কীভাবে? আসলে ’আঁতকা’ নামের একটি সিরিজে সবাইকে দেখা যাবে এক পরিবারের অংশ হিসেবে। সেকারণেই শিল্পীদের কাছে সেটি হয়ে উঠেছিল ফ্যামিলি আড্ডা।

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্‌ম চরকির অরিজিনাল সিরিজ ’আঁতকা’। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) সিরিজটি মুক্তি পাবে চরকিতে। দর্শকদের জন্য নতুন বছরের প্রথম কনটেন্ট হিসেবে পরিবারকে কেন্দ্র করে সাজানো গল্পকে বেছে নিয়েছে প্ল্যাটফর্মটি। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে সিরিজে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। এটি গল্পকার ও নির্মাতা হিসেবে তাদের প্রথম সিরিজ।

’আঁতকা’ আসলে কী? রাবা ও নিধি বলেন, ‘আঁতকা একটি শব্দ যার অর্থ আচমকা। এটা খুবই লোকাল একটা শব্দ, আমরা প্রায়ই ব্যবহার করি।’ নামটা চূড়ান্ত করার গল্প বলতে গিয়ে রাবা বলেন, ‘সিরিজের নাম কী হবে, সেটা নিয়ে একদিন আমি আর নিধি ফোনে কথা বলছিলাম। ওই আলোচনার মধ্যেই কয়েকবার ’আঁতকা’ শব্দটা ব্যবহার করে নিধি। তখন আমাদের মনে হয় এটা নাম হতে পারে। আমরাও শব্দটা প্রায়ই ব্যবহার করি। নানা আলোচনা ও যুক্তির পর আমরা নামটা ঠিক করি।‘

২০২৩ সালে ‘আঁতকা’–এর গল্পটা মাথায় আসে নিধি এবং রাবার। গল্পটা ভাবতে ভাবতেই তারা সিদ্ধান্ত নেন যে গল্পটা ফ্যামিলি ড্রামা থেকে কিছুটা হরর কমেডিও হবে। ২০২৪–এর শেষে এর সিন–সিনপসিসগুলো তারা লেখেন। বাকি কাজগুলো শেষ হয় চরকির সঙ্গে যুক্ত হওয়ার পর, জানান রাবা–নিধি। রাবা বলেন, ‘আমরা ফ্যামিলি ড্রামা করতে চেয়েছিলাম এবং এটা এখনও সেটাই আছে। তবে এর সঙ্গে টুইস্ট হিসেবে যুক্ত হয়েছে অনেক ডাল–পালা।’

দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

ম্যাজিক বাউলিয়ানায় সেরা ৫-এ ওঠার লড়াই

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডট’

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার

পর্দায় নবীন–প্রবীণদের চ্যালেঞ্জ

'জননেতা' হয়ে আসছেন শামীম হাসান

ঝড় তুলছে জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’

পপিকে নিয়ে রাজু আলীমের ‘ভালোবাসার প্রজাপতি’

ঈদে আসছে শাকিব খানের ‘প্রিন্স’

সচেতনতা মূলক নাটক ‘ইংরাজি ইশকুল’ নিয়ে টুটুল চৌধুরী