হোম > বিনোদন

বিটিভির দুই অনুষ্ঠানে গাইলেন তানজিন মিথিলা

বিনোদন রিপোর্টার

জনপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলা সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুটি আলোচিত সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেছেন। তিনি বিটিভির ‘শেকড়ের গান’ অনুষ্ঠানে গেয়েছেন একটি ফোক ঘরানার গান, আর ‘গীতিবিচিত্রা’য় পরিবেশন করেছেন একটি আধুনিক গান।

ছোটবেলা থেকেই মিথিলার স্বপ্ন ছিল বিটিভিতে গান করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই আর এখন তিনি নিয়মিতই এ মাধ্যমে গান করছেন। সময়ের জনপ্রিয় অনেক শিল্পীর সঙ্গে তাল মিলিয়ে বিটিভির মঞ্চে গান গেয়ে যাচ্ছেন তিনি।

নিজের অনুভূতি জানিয়ে তানজিন মিথিলা বলেন, ‘ছোটবেলা থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন ছিল। সে লক্ষ্যে থেকেই নিয়মিত গানের চর্চা করেছি। রতন কুমার সরকার স্যারসহ নেত্রকোনার শতদল সাংস্কৃতিক একাডেমি ও অন্যান্য প্রতিষ্ঠানে গান শেখা হয়েছে আমার। গানে নিজেকে প্রস্তুত করেই পেশা হিসেবে এটি বেছে নিয়েছি। বিটিভির শেকড়ের গান ও গীতিবিচিত্রায় দুটি দারুণ গান করেছি। আশা করি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। সামনে আরো কিছু নতুন গান প্রকাশের প্রস্তুতি চলছে।’

এরই মধ্যে প্রকাশ হয়েছে তার নতুন মৌলিক গান ‘মন সারাক্ষণ’, যার কথা ও সুর করেছেন আহসান জামিল। মিথিলার সঙ্গে গানটিতে সহশিল্পীও ছিলেন তিনি। এছাড়া গত ঈদে প্রকাশ হয়েছে তার আরেকটি মৌলিক গান ‘ভালোবাসি তোরে পাখি’। গানটি লিখেছেন সুরাইয়া সন্ধ্যা, সুর-সংগীত করেছেন জেডি।

দিলারা জামানের সঙ্গে মুনমুন

আবরার ফাহাদকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

সবাইকে সুখবর দেবেন মিম

আসছে আইশা খানের ‘ইশারা’

আল্লামা ইকবালের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে এক হচ্ছে পাকিস্তান-ইরান

হাসিনার অডিও নিয়ে যা বললেন ফারুকী

শিল্পকলায় রনির একক আলোকচিত্র প্রদর্শনী

‘বিসিআরএ অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেতা এরশাদ হাসান

ছেলের পরিচালনায় মুক্তি পাচ্ছে কবরীর শেষ সিনেমা

'আন্ধার'-এ একসঙ্গে সিয়াম-তুষি