হোম > বিনোদন

পার্থ-আইশার ‘দ্বিপ্রহর’

বিনোদন রিপোর্টার

২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পালিত হয় ক্রিসমাস বা বড়দিন। সেই উপলক্ষে আগামীকাল রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘দ্বিপ্রহর’। পিকাসো খুদা’র রচনায় এটি পরিচালনা করেছেন মারুফের রহমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান।

গল্পে দেখা যাবে, রাহাত শহরে থাকে। পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে। গ্রামে তার মা থাকে। রাহাত যখন ছোট তখনই তার বাবা মারা যান। চাকরি হয়ে গেলে সে গ্রামে যায় মাকে সারপ্রাইজ দিতে। অন্যদিকে একই গ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান মিতু। রাহাতের সঙ্গে মিতুর দীর্ঘদিনের প্রেম। রাহাতের চাকরির খবরে স্বস্তি পায় মিতুও। মা রাহাতকে বিয়ে করার জন্য পাত্রী দেখার কথা বললে, রাহাত মাকে মিতুকে পছন্দ করার কথা জানায়। রাহাতের পছন্দে মায়ের আপত্তি থাকেনা কিন্তু মনে মনে তিনি চিন্তিত হন। কারণ মিতুদের পরিবার রাহাতের পরিবারের তুলনায় বেশ অবস্থাসম্পন্ন।

মিতুর বাবা এই বিয়েতে রাজি হবে কিনা এ নিয়ে চিন্তিত রাহাত। বিয়ের প্রস্তাব নিয়ে রাহাতের মা মিতুদের বাড়ি যান। মিতুর বাবা বিয়েতে আপত্তি করেননা কিন্তু তিনি পারিবারিক রীতির কথা বলে তিনি মেয়েকে দশ ভরি স্বর্ণ দেয়ার দাবি করেন। ছেলের কথা ভেবে রাহাতের মা তাতেও আপত্তি করেননা। বিয়ের দিনক্ষণ ঠিক করে আসেন। মায়ের কাছ থেকে স্বর্ণের কথা শুনে মন খারাপ করে রাহাত। বাবার রেখে যাওয়া জমানো টাকা খরচ করে বিয়ে করার জন্য একমত হতে পারেনা রাহাত। অন্যদিকে মিতুরও তার বাবার এই আবদার পছন্দ হয়না। তাহলে কি তাদের বিয়েটা হবে?

তানিয়া বৃষ্টি- খায়রুলের 'সাইফুল লাইব্রেরি'

সোশ্যাল মিডিয়ায় রিয়াজের মৃত্যুর গুজব

একদিকে ভয়ঙ্কর 'অ্যানাকোন্ডা' অন্যদিকে মজার 'স্পঞ্জবব'

নির্বাচনের আগে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

বড়দিন উপলক্ষে শিল্পকলায় সাংস্কৃতিক সন্ধ্যা

ভার্চুয়ালে অনুষ্ঠিত হবে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ

আবুল হায়াত ও ডলি জহুরের ‘লাইফ ইজ বিউটিফুল’

আলিয়ঁস ফ্রঁসেজে আদিবাসী শিশুদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব

ওসমান হাদিকে নিয়ে মুনাইম বিল্লাহর ‘কোটি হাদির ডাক‘