হোম > বিনোদন

প্রচারে এলো নতুন ধারাবাহিক ‘মহল্লা’

বিনোদন রিপোর্টার

পুরান ঢাকার বাহ্যিক আবরণ সময়ের সঙ্গে বদলে গেছে। তবে তার ঐতিহ্য এখনো বহমান। স্থানীয় বাসিন্দাদের আধিক্য থাকলেও বিভিন্ন কর্মসূত্রে বহিরাগতদের উপস্থিতি একদিকে যেমন সমৃদ্ধ করেছে পুরান ঢাকাকে, ঠিক একইভাবে অস্তিত্ব সংকটেও ফেলেছে। সেসব গল্প ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় এনেছেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান।

বিদ্যুৎ রায়ের রচনায় দীর্ঘ ধারাবাহিকটি প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে। এ প্রসঙ্গে ফরিদুল হাসান বলেন, ‘এটি একটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত রাজধানীতে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে, তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।’

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবীন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ।

গল্পে দেখা যাবে বিভিন্ন অঞ্চলের মানুষ এসে বসবাস করছে পুরান ঢাকায়। তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। জটিলতা কাটিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। নতুন সাজে সজ্জিত হয় চারপাশ। আজ যে শত্রু সে আগামীকাল বন্ধুতে পরিণত হয়, আবার যে বন্ধু ছিল সে হয়ে যায় শত্রু সময়ের পালাবদলে। তবুও পুরান ঢাকার এ মহল্লা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে স্বমহিমায়। লোভ, ক্ষমতার অপব্যবহার, সংঘাত বা বিদ্বেষের নয়, বরং জয় হয় মানবতার।

ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। নিজের সুর ও সংগীত আয়োজনে গেয়েছেন মুহিন। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।

উপন্যাসের পাতায় রুনা লায়লা

গুণীজন সম্মাননা পেলেন কবি আসাদ কাজল

সিডনিতে পারফর্ম করবেন ইমরান

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া হয়েছিল ইয়াশ–তটিনীর!

চলছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

জন্মদিনে ভক্তদের জন্য নতুন এক শাহরুখ খান

অস্ট্রেলিয়া সফরে মাইলস

মুক্তি পেলো 'বেহুলা দরদী'

ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে সালমান শাহ ভক্তরা

লিজার ‘নেই অধিকার’