হোম > বিনোদন

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

বিনোদন রিপোর্টার

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করা হয়েছে। ডিসেম্বর মাসে বিজয়ের গৌরবদীপ্ত এই ক্ষণে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে দেশের লাখো বীর শহীদ সন্তানদের। সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল সুরকে ধারণ করে সাজানো হয়েছে এবারের বিজয় উৎসবের অনুষ্ঠানমালা।

আগামীকাল ১৫ ডিসেম্বর, সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে অ্যাক্রোবেটিক শো-শারীরিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এক অপূর্ব শৈল্পিক উপস্থাপনা। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে জীবনীভিত্তিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার এবং পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট। যে আখ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক লুকায়িত অথচ অতি গুরুত্বপূর্ণ সত্য নতুন করে ধরা দেবে উপস্থিত দর্শকবৃন্দের সামনে।

পরদিন ১৬ ডিসেম্বর, দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘বিজয় দিবস কনসার্ট’। কনসার্টে অংশগ্রহণ করবেন সায়ান, শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টংয়ের গান, আফটার ম্যাথ, ফারিয়া ইলা লালালা, ফিরোজ জং এবং এফ মাইনর। সুর ও সঙ্গীতের মেলবন্ধনে অনুরণিত হবে '৭১ এর গান। পাশাপাশি ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বর্ণবৈষম্যের গল্পে রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য ঠাঁই পেল অস্কারে

আসছে শরাফ আহমেদ জীবনের ‘জ্ঞানী গণি-০৩’

আবারো একসাথে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী