হোম > বিনোদন

আসছে মন্দিরার নতুন সিনেমার ঘোষণা

বিনোদন রিপোর্টার

দুই বছরে চলচ্চিত্রের নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত দু‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। প্রথম সিনেমা মুক্তির পরপরই তিনি তার অভিনয় দিয়ে বেশ আলোচনায় চলে আসেন। গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এই সিনেমায় আরো অনেক তারকা শিল্পী অভিনয় করলেও নবাগত শিল্পী হিসেবে মন্দিরা চক্রবর্ত্তী আলাদাভাবেই তার সৌন্দর্য, তার হাসি, তার চাহনি এবং অভিনয় দিয়েই আলোচনায় চলে আসেন। আর এই বছর মুক্তি পায় ‘নীল চক্র’ সিনেমাটি।

সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। সিনেমাটির প্রচারণাতেও দুজনেই ছিলেন বেশ সরব। যে কারণে সিনেমাটি দেখার প্রতিও দর্শকের আগ্রহ জন্মায়। ‘নীল চক্র’ সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হন মন্দিরা চক্রবর্ত্তী। প্রথম সিনেমার চেয়ে দ্বিতীয় সিনেমায় তিনি ছিলেন অভিনয়ে আরো অনেক বেশি পরিণত, পরিপূর্ণ। এই দুটি সিনেমা মুক্তিপর পর আরো বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এসেছে তবে সেসব সিনেমাতে কাজ করার সম্মতি জানাননি তিনি। কারণ তিনি যেভাবে সিনেমাতে কাজ করতে চান নিজেকে যেভাবে সিনেমায় উপস্থাপন করতে চান সেদিক বিবেচনায় সিনেমাগুলোতে তার কাজ করার অনুকূলে নয়। তাই বহু সিনেমায় কাজ করার প্রস্তাব এলেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন।

এরইমধ্যে মন্দিরা চক্রবর্ত্তী জানান, শিগগিরই নতুন সিনেমার ঘোষণা আসবে। নায়ক হিসেবেও থাকছে চমক। মন্দিরা বলেন, ‘আমি চাই আমার তৃতীয় সিনেমাটি প্রথম দুটি সিনেমার চেয়ে আরো ভালো গল্পের হোক, আরো সুন্দর হোক। যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে হ্যাটট্রিক করতে পেরেছি। আপাতত তৃতীয় সিনেমার গল্প, পরিকল্পনা, শিডিউল’সহ আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় নিয়েই ব্যস্ততার মধ্যদিয়ে সময় কাটছে আমার। আর অল্প কিছুদিনের মধ্যই আসবে তৃতীয় সিনেমার ঘোষণা।’

দেশ বিদেশে এরইমধ্যে মন্দিরা চক্রবর্ত্তীর প্রচুর ভক্ত তৈরী হয়েছে। তারাও তার অভিনীত নতুন সিনেমার অপেক্ষায় আছেন। মন্দিরা চক্রবর্ত্তী ‘কাজল রেখা’ ও ‘নীল চক্র’ সিনেমাতে অভিনয়ের জন্য দেশে বিদেশে বেশ কয়েকটি সংগঠন থেকে নবাগত নায়িকা হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছে।

মৃত্যুর পর মুক্তি পেল জেমস সুমনের গান

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সৌদি আরবের সিনেমা উৎসবে আলো ছড়ালেন ঐশ্বরিয়া

১১১ সিনেমা নিয়ে সৌদির চলচ্চিত্র উৎসব শুরু

রাক্ষস’ সিয়ামকে দেখা যাবে ঈদে

দ্বীনের আলোকে চলতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ

কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

সমকালীন জ্যাজের সাহসী সংমিশ্রণে মুগ্ধ দর্শক

আগুন নিয়ে শ্যুটিং করতে গিয়ে দগ্ধ আরেফিন শুভ

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা ইধিকা নাকি সুস্মিতা!