হোম > বিনোদন

‘মালঞ্চ’র জন্য নতুন মৌলিক গান তানজিনা রুমার

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিনা রুমা বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানে প্রচারের জন্য নতুন একটি মৌলিক গানে কন্ঠে দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। গানটির সুর সঙ্গীত করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এরইমধ্যে বিটিভিতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে।

তানজিনা রুমা এর আগেও বিটিভিতে বহু মৌলিক গানে কন্ঠ দিয়েছেন। তবে ‘মালঞ্চ’ অনুষ্ঠানে এবারই তিনি ফরিদা ফারহানার লেখা কোনো গানে কন্ঠ দিয়েছেন।

তানজিনা রুমা বলেন, ‘ফরিদা ফারহানার লেখা গানটির কথা আমার খুউব ভালোলেগেছে। আর শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি দাদা বাংলাদেশের একজন কিংবদন্তী সুরকার সঙ্গীত পরিচালক। তিনি মনকাড়া সুর করেছেন। আমি চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানিনা কতোটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

ফরিদা ফারহানা জানান, তানজিনা রুমার গাওয়া এই গানটির ‘মালঞ্চ’ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

ফরিদা ফারহানা বলেন, ‘কিছুদিন আগে বেতারে আমার গাওয়া গান লুইপা গেয়েছে। আরো বেশ কয়েকজন শিল্পী এরইমধ্যে আমার লেখা গান গেয়েছেন। রুমা আপাও গাইলেন। তিনি খুউব মিষ্টি করে গানটি গাইলেন। আমি গানটি নিয়ে আশাবাদী। বিটিভি কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো আমার গীতি কবিতাকে গুরুত্ব দেয়ার জন্য।’

এদিকে প্রায় দু’বছর আগে ‘বিজয় দিবস সম্মাননা’ তুলে দেয়া হয় তানজিনা রুমার হাতে। রুমা ৬৫০টিরও বেশি সিনেমাতে প্লে-ব্যাক করেছেন। ২০০৩ সালে তিনি প্রথম ‘ঐক্য জোট’ সিনেমায় প্লে-ব্যাক করেন। সর্বশেষ ‘হৃদ মাঝারে রাখিবো’ সিনেমায় তিনি প্লে-ব্যাক করেন।

তানজিনা রুমার প্রথম প্রকাশিত গানের অ্যালবাম ২০০১ সালে সাইফুল হোসেনের লেখা ও মাসুদ কোরাইশী’র সুরে ‘বন্ধু তুমি কোথায়’। পরবর্তীতে ‘ভালোবাসার প্রথম চিঠি’, ‘নীল জোছনা’, ‘মেঘের দেশে’, ‘লুকোচুরি’, ‘সমীরণ’সহ আরো কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’