হোম > বিনোদন

শিল্পকলার মঞ্চে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

বিনোদন রিপোর্টার

নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা হেলেন কেলার। নাটকটি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হতে যাচ্ছে। হেলেন কেলারের জীবন-কর্ম ও দর্শনভিত্তিক এ প্রযোজনাটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে থাকছেন জুয়েনা শবনম। দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ী কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে স্বপ্নদলের এ প্রযোজনা। নাটকে হেলেন কেলারের শিক্ষয়িত্রী অ্যানের প্রতি গভীর কৃতজ্ঞতার ভাষ্যে উঠে আসে চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, জন এফ কেনেডি, আলবার্ট আইনস্টাইনসহ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির নানা অভিজ্ঞতা। প্রকাশিত হয় প্রাচ্যের মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং রবীন্দ্র দর্শনের প্রতি হেলেন কেলারের উপলব্ধির প্রকৃত রূপ।

প্রযোজনাটিতে নারী জাগরণ, মানবতাবাদ এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ-আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের দিকগুলোও উচ্চকিত হয়ে ওঠে। পাশাপাশি ব্যক্তি জীবনের পূর্ণতা-অপূর্ণতার নানা প্রসঙ্গ নাট্যরীতিতে মূর্ত হয়ে ওঠে। অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মানবকল্যাণে নিবেদিত হয়ে ওঠার মধ্য দিয়েই জীবনের চূড়ান্ত সার্থকতা খুঁজে পাওয়া যায়—এমন বোধই শেষ পর্যন্ত প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এ প্রযোজনায়। হেলেন কেলারের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল। মঙ্গলবার প্রযোজনাটির ৬১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, দেশে নিয়মিত সফল প্রদর্শনীর পাশাপাশি হেলেন কেলার প্রযোজনাটি জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চায়নের মাধ্যমে বিপুল প্রশংসা অর্জন করেছে। এছাড়া দেশের গণ্ডি ছাড়িয়ে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্মরণীয় গ্রহণযোগ্যতা পেয়েছে প্রযোজনাটি।

মিমের উপস্থিতিতে যাত্রা শুরু ‘হাওর লাইফস্টাইল’-এর

অতীতের ভয়ংকর ট্রমার কথা বললেন এ আর রহমান

৭৫ দেশের ২৫০ ছবি নিয়ে ঢাকায় উৎসব জানুয়ারিতে

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

মঞ্চে এলো নতুন একক নাটক ‘ভাসানে উজান’

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আইসিইউতে জামাইকা

পার্থ বড়ুয়ার নব্বই দশকের গল্প

প্রীতম-প্রতীকের ‘লাইভ ইন অস্ট্রেলিয়া’

আরশিনগরের ‘সিদ্ধার্থ’ শিল্পকলার মঞ্চে

সোলজারের ঝলক দেখালেন তিশা