হোম > বিনোদন

মামলা নিয়ে যা বললেন মেহজাবীন

বিনোদন রিপোর্টার

২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া। সোমবার (১০ নভেম্বর) গ্রেপ্তারি পরোয়ান জারি করলেও রোববার (১৬ নভেম্বর) দুপুরে এতথ্য জানা গেছে।

ঢাকার একটি আদালত। এই মামলায় অভিনেত্রীর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ খবর প্রকাশ্যে আসতেই মামলাটিকে ভিত্তিহীন দাবি করে আজ দুপুরে মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি পোস্ট করেন।

প্রথম পোস্টে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে মেহজাবীন লিখেছেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সব সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইবিহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।’

তার ১ ঘণ্টা পর অপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।‘

মামলাটি উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতোমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে!’

সবশেষে তিনি লেখেন, ‘একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন, নীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলেছি। গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি, যার সাক্ষী আমার দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।‘

আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর ম্যাজিস্ট্রেট আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

রুনা লায়লার গান দিয়ে সিজন-৩এর ইতি টানছে কোক স্টুডিও বাংলা

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

ওটিটিতে শুভ-মন্দিরার নীলচক্র

উন্মোচিত হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল পোস্টার

প্রযোজকের অপেশাদার আচরণে চটেছেন শাবনূর

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফের বিয়ে করেছেন নির্মাতা অমিতাভ রেজা

দৃক গ্যালারিতে চলছে প্রদর্শনী ‘গায়েন অরণ্য’

'নোয়াখালী এক্সপ্রেস'-এ জহির হক

নতুন কুঁড়ির শিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে