হোম > বিনোদন

আসছে ‘এক্সট্রাকশন’ সিনেমার সিক্যুয়েল

বিনোদন রিপোর্টার

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘এক্সট্রাকশন’। ছবিটিতে অভিনয় করে দুনিয়াব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। এর প্রথম কিস্তিটি মুক্তি পায় ২০২০ সালে। সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কারণ, গল্পে ঢাকাকে তুলে ধরা হয়েছে ভুলভাবে। এছাড়াও নেটফ্লিক্সের তৈরি সেই সিনেমায় ছিল বহু অসংগতি। এরপর অবশ্য আরো একটি পর্ব মুক্তি পায়। সেটি তেমন আলোচিত হয়নি।

এবার জানা গেল, সিনেমাটির তৃতীয় কিস্তি আসতে চলেছে। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। প্রথম দুই কিস্তিতে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন হেমসওর্থ। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে আবার অ্যাকশনে দেখতে। কিন্তু আপাতত তিনি ব্যস্ত রয়েছেন মার্ভেলের নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিংয়ে। সেখানে তিনি আবারও ‘থর’ চরিত্রে ফিরছেন।

কলাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘টাইলার রেক বেশ অস্থির হয়ে উঠছে। সৃজনশীল দল মিলে আমরা ভাবছি, কাহিনি আর চরিত্রগুলোকে নতুনভাবে কোথায় নিয়ে যাওয়া যায়। আরেকটি ছবি অবশ্যই করার ইচ্ছা আছে। ঠিক কবে হবে জানি না, তবে আসবে নিশ্চিত।’

প্রথম দুই ‘এক্সট্রাকশন’ ছবিই রটেন টম্যাটোসে ৮০ ভাগ রেটিং পেয়েছিল এবং দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। তবুও নতুন ছবির কাজ শুরুতে দেরি হওয়ায় হেমসওর্থ নিজেও কিছুটা অস্থির বোধ করছেন বলে জানিয়েছেন। মিডিয়া রিপোর্টে জানা যায়, শুরুতে এই ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রের জন্য ডোয়াইন জনসনের কথা ভাবা হয়েছিল। কিন্তু তিনি অন্য বড় একটি ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে পড়ায় সুযোগ পান হেমসওর্থ। বাকিটা ইতিহাস। ‘এক্সট্রাকশন ৩’-এর বিস্তারিত শিগগিরই জানানো হবে।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ