হোম > বিনোদন

ত্রিভুজ প্রেমের গল্পে তৌসিফ-উর্বী

বিনোদন রিপোর্টার

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতম। দীর্ঘদিন পর নতুন নাটক নিয়ে ফিরছেন তিনি। তার নতুন নাটক ‘এমন দিনে তারে বলা যায়’। নাটকটি আগামী বৃহস্পতিবার ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ তৌসিফ মাহবুব। দীর্ঘ আড়াই বছর পর আবার জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তৌসিফ। নাটকে প্রথমবারের মতো তৌসিফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন প্রিয়ন্তী উর্বী। এছাড়া মীর রাব্বীও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

তৌসিফ মাহবুব বলেন, ‘অনেকদিন পর জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করলাম এবং প্রথমবার প্রিয়ন্তী উর্বীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি। গল্পটি একটি গোলকধাঁধার মতো; যখন ভাববে সব বুঝে ফেলেছ, ঠিক তখনই নাটকটি একটি নতুন টুইস্ট নিয়ে আসে।’ প্রিয়ন্তী উর্বী জানান, ‘অনেক নার্ভাস এবং এক্সাইটেড লাগছে। মনে হচ্ছে যেন আমি প্রথমবার টিভিতে নিজেকে দেখব। এটা সত্যিই অনন্য অনুভূতি।’

মীর রাব্বী বলেন, “কিছু গল্প শুধুই গল্প নয় কিংবা শুধু প্রেমের ছন্দ নয়। ‘এমন দিনে তারে বলা যায়’ গল্পটি জীবনের গভীরে দ্যোতনা তৈরি করে। এটি এমন একটি সত্য যা কবিতার মতো হৃদয়ে মিশে যায়।”

নির্মাতা জাহিদ প্রীতম বলেন, ‘কিছু গল্প আছে যা সবাইকে বলা যায়, কিন্তু প্রিয় মানুষকে বলা যায় না। আবার কিছু গল্প ভুলে যাওয়াটা মন্দ নয়। তবে সেই গল্পগুলো এমন মানুষকে বলা প্রয়োজন যারা তা ধারণ করবে সারা জীবন। প্রকৃতি নিজেই এমন গল্প বলার আয়োজন করে। তাই প্রকৃতির ইশারায় এমন দিনেই এ গল্প বলা যায়। নাটকের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত চরিত্রদের গন্তব্য অনুমান করা যায় না। এখানেই গল্পের নামের ও গল্পের সার্থকতা।’

নাটকটির প্রযোজক ক্যাপিটাল ড্রামার হেড অব কনটেন্ট আনোয়ারুল আলম সজল। নাটকে রয়েছে গান ‘কাজল চোখে ভালোবাসা’, যা রচনা করেছেন নীল মাহবুব এবং সুর দিয়েছেন শরিফুল ইসলাম। গানটি গেয়েছেন মাহতিম সাকিব আর সংগীতায়োজন করেছেন সাউন্ড হ্যাকার।

রফিকুল আলমের কণ্ঠে নতুন দুই গান

সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলা নিয়ে যা বললেন শাবনূর

শাহরুখকে ‘একঘেয়ে’ বলে কটাক্ষ নাসিরুদ্দিন শাহের

সিনেমায় অভিনয়ে ভয় সাফার

সন্ত্রাসী তালিকায় সালমান খান, কেন?

আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হদিস মিলছে না সামিরা, ডনের

চলচ্চিত্র পাড়ায় সরব হচ্ছেন হত্যা মামলার আসামি নিপুণ

‘জীবনের ইতি কখন, কোথায় ঘটে কেউ জানে না’

পুরস্কার পেলেন রায়হান রাফি