হোম > বিনোদন

‘কাজলরেখা’র স্বত্ব নিলো মাছরাঙা

বিনোদন ডেস্ক

গেল বছর মুক্তি পেয়েছে ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত ছবিটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে সংগীতনির্ভর এই সিনেমা। তবে কোন টেলিভিশনের পর্দায় এখনো দেখা যায়নি ‘কাজলরেখা’। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোন একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

উল্লেখ্য, বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যের স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ ছাড়া কঙ্কণদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।

‘মনপুরা’ নির্মাতার ‘পারফেক্ট ওয়াইফ’

শিক্ষকতার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত শাহানা

২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা, আসামি যারা

নওশাবার নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’

মুক্তি পেল তাহসানের ‘শেষ গান’

শিল্পকে সমৃদ্ধ করতে রাজনীতিতে বেবী নাজনীন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে 'পবিত্র সৌন্দর্যের সন্ধানে: মলয় বালার ভক্তিমূলক শিল্প'

কনসার্টে গাইতে না পারায় আর্টসেলের দুঃখ প্রকাশ

সালমান শাহ'র মৃত্যু হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

বিলুপ্তির পথে যাত্রাপালা, চমকের আক্ষেপ