হোম > বিনোদন

সম্মানসূচক অস্কার পেয়ে টম ক্রুজের আবেগঘন বার্তা

বিনোদন রিপোর্টার

প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন চলচ্চিত্র তারকা টম ক্রুজ। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি থেকে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর হাতে মর্যাদাকর এই পুরস্কার তুলে দেন প্রখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু। পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি টম ক্রুজ। অভিনেতা সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।

মঞ্চে আবেগাপ্লুত টম ক্রুজ বলেন, ‌‘সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দিয়েছে। ভিন্ন বিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই সিনেমার শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটা আমি কে তারই পরিচয়।‘

এদিকে, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র সভাপতি জ্যানেট ইয়াং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস এই মেধাবী শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে সম্মোহিত করেছে।’

প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪ বার অস্কার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ চলচ্চিত্র দুটির সুবাদে সেরা অভিনেতা, ‘ম্যাগনোলিয়া’র জন্য সেরা পার্শ্ব-অভিনেতা এবং ‘টপ গান: ম্যাভেরিক’র ক্ষেত্রে প্রযোজক হিসেবে মনোনীত হন তিনি। তবে কখনও অস্কার পাননি।

থাইল্যান্ড থেকে নতুন খবর দিলেন বিজরী

তারকাদের হাত ধরে যাত্রা শুরু ‘বে হিলস’-এর

এবার ছাত্র-জনতাকে রাজাকার আখ্যা দিলেন শাওন

ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে

‘চিরদিন আমি রবো’-তে রুনা লায়লা

মেলোডির রানী রুনা লায়লার জন্মদিন আজ

রুনা লায়লার গান দিয়ে সিজন-৩এর ইতি টানছে কোক স্টুডিও বাংলা

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

মামলা নিয়ে যা বললেন মেহজাবীন

ওটিটিতে শুভ-মন্দিরার নীলচক্র