শুধু বাংলাদেশ নয়, কলকাতায়ও এখন সমানতালে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে এই অভিনেত্রী আছেন কলকাতায়। এই মুহূর্তে তিনি ব্যস্ত আগামী ছবি ‘ডিয়ার মা’ - এর প্রচারে, তাই এই বছর জন্মদিন ভারতেই কাটাচ্ছেন অভিনেত্রী।
প্রচারের ব্যস্ততার মধ্যেই আজ মঙ্গলবার অভিনেত্রীর জন্মদিন পালন করলেন ‘ডিয়ার মা’ সিনেমার পরিচালক এবং সহকর্মীরা। ভিনদেশে থাকার সুবাদে যাতে তিনি প্রিয়জনকে বিন্দুমাত্র মিস না করেন, তার জন্যেই এই ব্যবস্থা সকলের।
জয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘সারপ্রাইজ বার্থডে পার্টি ডিয়ার মা টিমের তরফ থেকে।’ ভিডিওতে অভিনেত্রীকে একটি ধূসর রঙের গাউন পড়ে থাকতে দেখা যায়। কেক কেটে, পায়েস খেয়ে সকলের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন এ নায়িকা।
এদিন জয়ার সঙ্গে দেখা যায় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, নন্দিকা দাস, বিক্রম ঘোষ সহ আরও অনেককে। অনস্ক্রিন মেয়ের সঙ্গে কেক কাটতে দেখা গেল নায়িকাকে। সকলের সঙ্গে হাসি মজা ওআড্ডায় চলে জন্মদিনের উদ্যাপন।
প্রসঙ্গত, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুই সিনেমাতেই জয়ার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।