সৌন্দর্য প্রতিযোগিতা নিখুঁত বেছে নেওয়ার তুলাদণ্ড বললে খুব একটা ভুল হয় না, এই মিস ইউনিভার্স মঞ্চকে। সব কিছুই মেপে নেওয়া হয় নিক্তিতে। ব্যাকরণসম্মতভাবে যা সুন্দর, তাই হয় প্রশংসিত। সেই বিচারের মঞ্চে যাতে কোনও রকম ভাবেই পিছিয়ে যেতে না হয়, তার জন্য প্রতিযোগীরা থাকেন দুরূহ রুটিনের মধ্যে। কখনও কখনও প্রশ্ন ওঠে বিচারের পদ্ধতি নিয়ে। মিস ইউনিভার্স জামাইকার পড়ে যাওয়া যেন আঙুল তুলল সেই দিকেই।
ব্যাঙ্ককে মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা চলাকালীন পড়ে যাওয়ার পর সবার মনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে মিস ইউনিভার্স ২০২৫ জামাইকা গ্যাব্রিয়েল হেনরিকে নিয়ে। ঘটনাটি সরাসরি সম্প্রচারিত তো হয়েছেই এবং এখন অনলাইন প্লাটফর্মেও চলছে বেশ শোরগোল।
বুধবার থাইল্যান্ডের পাক ক্রেটের ইমপ্যাক্ট এরিনায় ইভিনিং গাউন সেগমেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। কমলা রঙের একটি উজ্জ্বল গাউন পরে হেনরি আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চ দিয়ে হেঁটে চলেছিলেন, ঠিক তখনই তিনি র্যাম্পের ধার থেকে নীচে পড়ে যান।
হঠাৎ করেই তিনি পড়ে যাওয়ার ফলে দর্শকরা আতঙ্কিত হয়ে তাঁদের আসন থেকে লাফিয়ে উঠেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সভাপতি রাউল রোচা এবং অনুষ্ঠানের ডিরেক্টর নাওয়াত ইতসারাগ্রিসিলকে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে আসতে দেখা যায়। ইভেন্টের কর্মীরা কিছুক্ষণ পরে হেনরির কাছে পৌঁছান এবং তাঁকে নিরাপদে সেট থেকে সরিয়ে নেন।
মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।
বর্তমানে থাইল্যান্ডে গ্যাব্রিয়েলের পাশে রয়েছেন তার মা মোরিন হেনরি এবং বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস।
গ্যাব্রিয়েলের বর্তমান অবস্থা নিয়ে বোন ফিলিসিয়া বলেন, ‘গ্যাব্রিয়েলের অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।‘
২৮ বছর বয়সী হেনরি একজন চক্ষু বিশেষজ্ঞ এবং জামাইকার বাসিন্দা। তিনি সঙ্গীতেও প্রশিক্ষিত, গান এবং পিয়ানো উভয় ক্ষেত্রেই দক্ষতা অর্জন করেছেন।