হোম > বিনোদন

‘জীবনের ইতি কখন, কোথায় ঘটে কেউ জানে না’

বিনোদন ডেস্ক

ফের রাজধানী ঢাকার বুকে মর্মান্তিক এক অপমৃত্যু। আজ, রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছুটে সরাসরি পড়ল পথচারীর মাথায়; এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক যুবক। কে জানতো, আচমকাই ফুটপাতে দাঁড়িয়ে নিভে যাবে জীবন প্রদীপ!

মুহুর্তেই অপ্রত্যাশিত দুর্ঘটনার ভিডিও, ছবি এবং সংবাদ তোলপাড় ফেলে দেয় সামাজিক মাধ্যমে। স্তব্ধ হয়ে ওঠে পুরো দেশ। আর দেশবাসীর মাঝে নেমে আসে শোক, আতঙ্ক আর ভীতি। এই ঘটনায় মর্মাহত শোবিজ অঙ্গনের তারকারাও।

সংবাদটি শোনার পর সোশ্যাল মিডিয়ায় তার মনের গভীর কষ্ট প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সংবাদের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।’

অভিনেত্রীর এই আবেগঘন বার্তাটি নেটিজেনদের কাছেও এক কঠিন সত্য তুলে ধরেছে যে এই শহর এক মৃত্যুপুরী। কোথাও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। মন্তব্য ঘরেও একই মতামত তার ভক্তদের।

প্রসঙ্গত, রোববার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন। এ ঘটনায় সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচলও।

সন্ত্রাসী তালিকায় সালমান খান, কেন?

আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হদিস মিলছে না সামিরা, ডনের

চলচ্চিত্র পাড়ায় সরব হচ্ছেন হত্যা মামলার আসামি নিপুণ

পুরস্কার পেলেন রায়হান রাফি

‘আইয়ুব বাচ্চু মিউজিক অ্যাওয়ার্ড’ চালুর প্রস্তাব

মৃত্যুর আগের দিন যেভাবে কাটান সালমান শাহ

দীঘির নায়ক এবার বাপ্পারাজ

শিল্পকলায় আসছে নোবেলজয়ী নাট্যকারের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’

সালমান শাহর বাসায় সেদিন বোরকা পরে কারা এসেছিল

তানজিন তিশাকে আইনি নোটিশ