হোম > বিনোদন

১৭ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে আসিফ আকবরের গানের দল

বিনোদন রিপোর্টার

বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেকটাই কোণঠাসা ছিলেন গায়ক আসিফ আকবর। রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন কনসার্টে অংশ নিতে পারেননি এই গায়ক। আর পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ আকবর। আর গান গাইতে বিদেশে যাওয়ার সুযোগও মেলে তার।

তবে নিজের গানের দল ছাড়া বিদেশের কনসার্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার মিলেছে সেই সুযোগ। এরই মধ্যে নিজের গানের দল ‘দি এ টিম’ নিয়ে অংশ নিয়েছেন বিদেশের কয়েকটি কনসার্টে। চলতি মাসের ৮ তারিখে দলটি নিয়ে মালদ্বীপের হুলোমালে সিনথেটি গ্রাউন্ডে কনসার্ট করে এসেছেন আসিফ। ১৭ বছর পর এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে। প্রায় দেড় মাসের সংগীত সফরে ৩০ আগস্ট দেশ ছাড়বেন আসিফ আকবর ও তার দল। তাদের সঙ্গে থাকছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।

আসিফ জানান, যুক্তরাষ্ট্রের এ সফরে ১০টি কনসার্টে গান গাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি। আসিফ আকবর বলেন, ‘যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের সঙ্গে বিদেশেও গান গাই। তারা আমার সম্মানিত মিউজিশিয়ান, আমরা ‘দি এ টিম’। ২০০৬-০৭ সালে ল‍্যাপটপ মিউজিকের প্রাদুর্ভাব বেড়ে গেলে পশ্চিমা দেশগুলোর কনসার্টে যন্ত্রশিল্পীদের যাওয়া বন্ধ হয়ে যায়। আমিও সিদ্ধান্ত নিয়েছি, দি এ টিম দেশে ফেলে রেখে বিদেশে কনসার্ট করব না। ধৈর্য‍ ধরেছি, সফলও হয়েছি। ১৭ বছর পর ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ‍্যবাহী ফোবানা কনভেনশনের মাধ‍্যমে দি এ টিম আবারও অভিষিক্ত হতে যাচ্ছে।’

দি এ টিমে আসিফের সঙ্গে টিম লিডার হিসেবে এবং কী-বোর্ডে থাকছেন উজ্জ্বল সিনহা, ড্রামসে বিকাশ রায়, লিড গিটারে শামু বড়ুয়া এবং বেজ গিটারে নাদিমুর রহমান। সংগীত সফরটির আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন। সংগীত সফরের পরিকল্পনা নিয়ে আসিফ বলেন, ‘সফর দুই মাসের হলেও এতদিন দেশের বাইরে থাকা আমার পক্ষে অসম্ভব। তাই পুরো সেপ্টেম্বরে আমেরিকার বিভিন্ন স্টেটে অন্তত ১০টি কনসার্টে গাইব বলে আশা করছি। চেষ্টা করব অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে। তবে একান্তই সম্ভব না হয়, যদি কনসার্টের সংখ্যা বেড়ে যায়, তবে ফিরতে কিছুটা দেরি হতে পারে।’

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ