হোম > বিনোদন

কুরুলুস ওসমানের কাঙ্ক্ষিত ১৭৭তম পর্ব বুধবার আসছে

বিনোদন রিপোর্টার

বিশ্বব্যাপী সমাদৃত তুরস্কের টিভি সিরিজ কুরুলুস ওসমানের বহু কাঙ্ক্ষিত ১৭৭তম পর্ব দেশটির জনপ্রিয় টেলিভিশন এটিভিতে প্রচার হবে বুধবার। গত বছরের ২৬ ডিসেম্বর প্রচার হয়েছিল ১৭৬তম পর্ব। তারপর অপেক্ষাই যেন ফুরাচ্ছে না সিরিজপ্রেমীদের।

উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান উসমান প্রথমের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত সিরিজের নাম কুরুলুস ওসমান। মেহমেদ বোজদাগ রচিত তুরস্কের সিরিজটি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার ঘরানার টেলিভিশন ধারাবাহিক। এটি জনপ্রিয় ঐতিহাসিক ফিকশন টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল-এর সিক্যুয়েল যা উসমানের পিতা আরতুগ্রুলের জীবন কাহিনিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। এই সিরিজে উসমানের ভূমিকায় অভিনয় করেছেন তুর্কি অভিনেতা বোরাক ওযচিভিত।

তুরস্কে প্রচারিত ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে নির্মিত টিভি সিরিজগুলোর বাংলাদেশের বিশাল শ্রেণির দর্শক আছে। কুরুলুস ওসমান, ফাতিহ সুলতান মেহমেদ, সালাহউদ্দিন আয়ুবিসহ চলমান সিরিজগুলোর বাংলা সাবটাইটেল দিয়ে সামাজিক মাধ্যমে আপলোড করা হয়। দর্শকদের নিয়ে বেশ কিছু ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে। একেকটা গ্রুপে কয়েক লাখ দর্শক নিয়মিত দেখে থাকেন।

গ্রুপগুলোতে ঘুরে বিভিন্ন পোস্ট দেখে বোঝা যায়, কুরুলুস ওসমান সিরিজের ১৭৬তম পর্ব প্রচারের পর দর্শকের অপেক্ষার বাঁধ যেন ভেঙে গেছে। টানা দুই সপ্তাহ সিরিজটি প্রচারে আসেনি। অথচ ১৭৬তম পর্ব এমন জায়গায় শেষ হয়েছে যে, দর্শকের এক সপ্তাহ অপেক্ষা করাও কঠিন। ১৭৬তম পর্বে দেখা যায় কায়ি বসতিতে ওসমান ও তার পুরো পরিবার এবং চেরকুতাইসহ প্রধান প্রধান সেনারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দিশেহারা।

অন্যদিকে ওসমানের বড় সন্তান দুর্গে মঙ্গলবাহিনীর কাছে আটক। কায়ি বসতিতে এরচেয়ে বড় বিপদ অতীতে খুব কমই এসেছে। ওসমান বের ছোট ছেলে আলাউদ্দিন বে মুক্ত অবস্থায় আছেন। এমন পরিস্থিতিতে তিনি বসতির মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন নাকি বড় ভাই ওরহান বেকে রক্ষা করবেন? ওসমান বেও তার সন্তানের বন্দির খবরে বিষক্রিয়া নিয়েই যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর ফাঁদে আটকা পড়েছেন। সেখানেই শেষ হয়েছে ১৭৬তম পর্ব।

কে উদ্ধার করবেন ওসমান বে কে? কে বাঁচাবে কায়ি বসতি? ওরহান বের কপালেই বা কি ঘটবে? নতুন কোনো ঐতিহাসিক চরিত্র কি আসবে উদ্ধার করতে? এমনসব প্রশ্নের মুখে দর্শকদের বসিয়ে রেখে কুরুলুস ওসমান সিরিজের কলাকুশলীরা নতুন বছরের ছুটি কাটাতে গেছেন। ফলে দর্শকদের এত এত টেনশন নিয়ে অপেক্ষা করতে হলো তিন সপ্তাহ।

তবে সব দুশ্চিন্তার অবসান হচ্ছে বাংলাদেশ সময় বুধবার। ওইদিন তুরস্কের টেলিভিশন এটিভিতে প্রচারিত হবে ১৭৭তম পর্ব। টেলিভিশনটি এপিসোডের তৃতীয় ট্রেইলারে সেটা স্পষ্ট করেছে। যদিও ট্রেইলারে ওসমানের সেনাবাহিনীর দুর্দশা আর হুঙ্কারই দেখা গেছে বারবার। কীভাবে উদ্ধার হবে কায়ি বসতি সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি।

সিরিজের ১৭৭তম পর্ব বাংলা সাবটাইটেলসহ দেখা যাবে বৃহস্পতিবার সকালে। বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বাংলা সাবটাইটেলসহ প্রতিটি পর্ব বৃহস্পতিবার সকালে আপলোড করে।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ