হোম > বিনোদন

জোহরান মামদানির বিজয় নিয়ে যা বললেন সায়ান

বিনোদন রিপোর্টার

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো। আর তাই এই বিজয়কে সামাজিকমাধ্যমে উদযাপন করলেন বাংলাদেশী সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

আজ বুধবার (৫ নভেম্বর) ফেসবুক পেজে সায়ান লিখেছেন, ‘জোহরান মামদানীর নিউ ইয়র্ক শহরে মেয়র ভোটের বিজয় আমাকে অনেক আশা দিয়েছে । তিনি তার অনেক পরিচয়ের ভেতরে মুসলমান পরিচয়কেও সামনে এনেই তার রাজনীতি করেছেন। এটাও খুব শক্তিশালী। আশা আর নিরাশার মধ্যেই মানুষ হিসেবে আমাদের যাত্রা করে যেতে হবে। নিরাশা আছে, কিন্তু আমি নিরাশার প্রচারক হবো না। যদি হই, তবে আশা হতে চাই।’

ধর্মের ভিত্তিতে কোনো মানুষকে ঘৃণা করতে রাজি নন জানিয়ে এই শিল্পী আরও লিখেছেন, ‘আমিও মুসলমানের মেয়ে। এবং আমি এরকমই মুসলমান থাকবো । কোনো অবস্থাতেই, কোন যুক্তিতেই আমি পৃথিবীর আর কোন মানুষকে ধর্মের ভিত্তিতে ঘৃণা করতে রাজি না। তাকে আমার চেয়ে ছোট এবং নিজেকে কারোর চেয়ে বড় ভাবতে রাজি না। কোন অবস্থাতেই না। আমার মুসলমানীত্বকে এইটুকু উচ্চতায় যেতেই হবে। প্রতিটি উচ্চারণ হতে হবে সকল মানুষের সমান মর্যাদার পক্ষে। আমার চাওয়াটা, আমার বিশ্বাসটা এর চেয়ে কম হলে আমি নিজেকে সাধারণ কোন ভালো মানুষ হিসেবেও স্বীকার করি না। "আশরাফুল মাখলুকাত তো দূর কি বাত!" আজকের পৃথিবীর মানুষ হতে হলে, নিজের কাছে আমার এটুকু ন্যূনতম প্রত্যাশা। এটাই আমার শিল্প। এটাই আমার রাজনীতি। এটাই আমার ধর্ম ।’

তিনি আরো বলেন, ‘আজকের আনন্দকে দেখেও না দেখার ভান করে, আজকের অন্যায়কে দেখেও না দেখার ভান করে , কিছুই অনুভব না করে, কপটতায় সব কিছুর ঊর্ধ্বে থাকতে চেয়ে, শুধু শুধু মিছিমিছি ফুল পাখির গান গাওয়ায় আমি সুখ পাই না। সেই পানসে গানে মজা নাই কোন। আমি তেমনই কোন শিল্পী হতে চাই প্রতিদিন, যার প্রতিটি উচ্চারণে আজকের মংগলের আর প্রতিরোধের কথা থাকবে ,আজকের রাজনীতির কথা থাকবে, আজকের মানুষের কথা থাকবে, আজকের পাখির কথা থাকবে, আর এই সমস্তটা মিলিয়ে যে চর্চা, সেটাই আমার কাছে সত্য এবং সুন্দরের চর্চা , আমার রাজনীতি আর ধর্মের চর্চা। সেটাই আমার শিল্প। সেটাই আমার রাজনীতি ।’

জোহরান মামদানির বিজয় হওয়ায় উল্লাস করে তিনি বলেন, ‘জোহরান মামদানির আজকের বিজয়কে আনন্দে উদযাপন করি, অনুপ্রাণিত হই। এই বিজয় আমার উপরেও আরো গভীর দায়িত্ব আরোপ করে। একটি ন্যায্য পৃথিবীর জন্য আমাদের প্রত্যেককেই তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যার যার জায়গাতে কাজ করতে হবে। চুপচাপ না থেকে আমি একটা পরিষ্কার পক্ষ অবলম্বনে বিশ্বাসী। প্রতিটি ঘৃণার উচ্চারণে আমি নীরব দর্শক হবো না ।’

সবশেষে তিনি লেখেন, ‘আমি একটি প্রেমের কবিতা পড়বো। হাজারবার ভালোবাসার কথা বলবো, এটাই আমার প্রতিরোধ, এটাই আমার শিল্প। কেউ যদি একজন অন্য ধর্মের মানুষকে অপমান করে, আমি ১০০-জনকে বুকের ভেতরে টেনে নেবো। এটাই হতে হবে আমার ধর্ম এবং আমার শিল্প। এটাই আমার রাজনীতি। এটাই আমার শিল্পী হিসেবে কর্তব্যও বটে। স্পষ্ট করেই বলবো, আমি ঘৃণার পক্ষে নাই। আমি জানি আমি একলা নই। আমরা অনেক। আমি ভালোবাসা দিয়েই মানুষের রাজনীতি করবো। আমি ভালোবাসা দিয়েই বিভাজনের রাজনীতিকে পরাজিত করবো এটা আমার সাধনা। এটা আমার লড়াই। এটাই আমার পথ ।’

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

মাধুরীর শো-তে গিয়ে ক্ষুব্ধ দর্শক, টাকা ফেরতের দাবি

কাশ্মীর চলচ্চিত্র উৎসবে ‘নয়া মানুষ’

রাস উৎসবে মণিপুরী সিনেমা

উপস্থাপনায় ফিরছেন তাহসান

মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপার প্রতিক্রিয়া

কোটির ঘর পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

সিনেমায় ফিরলেন তানিয়া বৃষ্টি

পারিবারিক গল্প নিয়ে আসছে রাজের ‘এটা আমাদেরই গল্প’